ফেরেশতাগণ কি আল্লাহ عَزَّ وَجَلَّ কে স্বচক্ষে দেখতে পান
ফেরেশতাগণ আল্লাহকে দেখতে পান কি না সৌদি আরবের সাবেক প্রধান মুফতি বিশ্ববরেণ্য আলেম আল্লামা আব্দুল আজিজ বিন বায রাহ. এই প্রশ্নের উত্তরে বলেন,
ا أعرف، ما ورد في هذا شيءٌ عن الله، ولا عن الرسول ﷺ، ولا عن الله في الملائكة، جاء في الحديث الصحيح: أنَّ حجابه النور، لو كشفه لأحرقت سُبُحات وجهه ما انتهى إليه بصرُه من خلقه.
ولا أعلم في شيءٍ من النصوص ما يدل على أنَّ الملائكة ترى الله ، هذا يحتاج إلى دليلٍ من المعصوم عليه الصلاة والسلام في ذلك.
أما المؤمنون والمؤمنات فيرون الله يوم القيامة، وفي الجنة
“আমি জানি না, এ বিষয়ে আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো কিছু বর্ণিত হয়নি। সহিহ হাদিসে এসেছে:
حِجَابُهُ النُّورُ لَوْ كَشَفَهُ لأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ ”
“তাঁর পর্দা হচ্ছে নূর (জ্যোতি)। তিনি তাঁর পর্দা তুলে নিলে তাঁর চেহারার জ্যোতি বা মহিমা তাঁর সৃষ্টির দৃষ্টির সীমা পর্যন্ত সব কিছু ভস্মীভূত করে দিত।” [সহিহ মুসলিম]
আমি এমন কোনও দলিল পাইনি যা দ্বারা প্রমাণিত হয়ে যে, ফেরেশতাগণ আল্লাহকে দেখতে পান। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সুস্পষ্ট হাদিস থাকা প্রয়োজন। তবে মুমিনগণ কিয়ামতের দিন জান্নাতে তাঁকে দেখবেন।” [binbaz]
আল্লাহু আলাম।