আমরা জানি সুন্নাত নামাযের কাযা হয় না, তাহলে ফজরের নামাজের সুন্নত যদি কেহ কাযা আদায় করে, সূর্য উদয় হওয়ার পর, তাহলে কি তার কাযা আদায় হবে?
কারণ সুন্নতের তো কাযা আদায় হয় না ।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, ‘নবীজি (সা.) বলেন,
যে ব্যক্তি ফজরের দুই রাকআত সুন্নত (সময়মতো) পড়ল না; সে যেন সূর্যোদয়ের পর তা আদায় করে।’
(তিরমিজি, হাদিস : ১/৯৬)
সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত। হাদিসে এর প্রভূত ফজিলত বর্ণিত হয়েছে, যা অন্য সুন্নতের ক্ষেত্রে হয়নি। এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘ফজরের দুই রাকাত (সুন্নত) দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।’ (মুসলিম, হাদিস : ৭২৫)
এই সকল কারনে ফজরের সুন্নতের কাজা সূর্য উদয়ের পর করতে হয়।