এতিম মেয়েকে বিয়ে এবং কুফু মিলানো কতটা জরুরি

কোনো এতিম মেয়েকে বিয়ে করতে চাওয়া এবং বিয়েতে কুফু মিলানো কতটা জরুরি?
এতিম বলতে হয়ত আপনি বুঝচ্ছেন, এমন মেয়ে যার বাবা নেই। আসলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে কোনও ছেলে বা মেয়েকে শরিয়তের দৃষ্টিতে এতিম বলা যায় না। যাহোক, আপনি যদি এমন পিতৃহীন মেয়েকে বিয়ে করতে চান তাহলে তাতে কোনও সমস্যা নেই। বরং যদি আপনার উদ্দেশ্য হয়, এর মাধ্যমে একটি অসহায় পরিবারকে সাহায্য করা তাহলে এই নিয়তের কারণে অতিরিক্ত সওয়াব পাবেন ইনশাআল্লাহ।

ইসলামে শরিয়তের দৃষ্টিতে বিয়ের ক্ষেত্রে বর-কনের মধ্যে কুফু (সমতা)-এর গুরুত্ব রয়েছে তবে কুফু বা সমতা বলতে কী বুঝায় এ ব্যাপারে আলেমদের দ্বিমত থাকলেও অধিক বিশুদ্ধ মতে, কুফু কেবল দ্বীনদারীর ক্ষেত্রে সমতা থাকাকে বুঝায়। অর্থাৎ আপনি এমন মেয়েকে বিয়ে করবেন, যে দ্বীনদারীর ক্ষেত্রে আপনার সমপর্যায়ের হবে। (অধিক বিশুদ্ধ মতে, বংশ, পেশা, চেহারা-সৌন্দর্য ইত্যাদি কোনও কিছুই কুফু-এর অন্তর্ভুক্ত নয়।)

সুতরাং আপনি যদি দ্বীনদার-পরহেজগার ও ইলম পিপাসু ইত্যাদি বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনার সমপর্যায়ের ও সম মন-মানসিকাতার স্ত্রী খুঁজবেন। যদি কোনও ফাসেক ও বদকার ও ভিন্ন মানসিকতার নারীকে বিয়ে করেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন দূর্বিষহ হয়ে উঠতে পারে। আল্লাহ ক্ষমা করুন।

আল্লাহু আলাম।

Exit mobile version