এলো খুশির বরাত গজলের লিরিক্স। শিশুদের কন্ঠে দারুণ গজল এলো খুশির বরাত কলরব শিল্পীগোষ্ঠী।
Title: Elo Khushir Borat
Singer: Jahid Hasan, Fazle Elahi Sakib, Jihadul Islam, Ahnaf Khalid & Asadullahil Galib
Lyric & Tune: Ahmod Abdullah
Music Direction: Muhammad Badruzzaman
Sound Design: Holy Tune Team
Recordist: Mahfuzul Alam
Record Label: Holy Tune Studio
এলো খুশির বারাত নিয়ে শবে বারাত।- ||
মুমিনিরিদে বহে খুশির জোয়ার,-||
হবে পুন্য রাতের মোলাকাত।
এলো খুশির বারাত নিয়ে শবে বারাত।-||
মাসজিদে মাসজিদে খুশির এলান।
গুন গুন গুন ঘরে তাসবিহ কোরান।’-||
পাড়ায় পাড়ায় পরে নতুন সাড়া,-||
উপচে পরে প্রাণের খুশির ধারা।
হবে রবের তরে ইবাদাত।
এলো খুশির বারাত নিয়ে শবে বারাত।-||
মুমিনিরিদে বহে খুশির জোয়ার,-||
হবে পুন্য রাতের মোলাকাত।
এলো খুশির বারাত নিয়ে শবে বারাত।-||
রাত জেগে বেন্দেগি জান্নতী সাজ,
প্রাণে প্রাণে চলে তাওহেদী রাত।’-||
পয়গাম এলো মুমিন পুণ্য মাহে,-||
দীলকে বানাও রবের ইবাদাতে,
যদি চাও চাও পেতে নাজাত।
এলো খুশির বারাত নিয়ে শবে বারাত।-||
মুমিনিরিদে বহে খুশির জোয়ার,-||
হবে পুন্য রাতের মোলাকাত।
এলো খুশির বারাত নিয়ে শবে বারাত।-||
এলো খুশির বারাত নিয়ে শবে বারাত।-||
মুমিনিরিদে বহে খুশির জোয়ার,-||
হবে পুন্য রাতের মোলাকাত।
এলো খুশির বারাত নিয়ে শবে বারাত।