প্রশ্ন দ্বারা যদি উদ্দেশ্য হয় যে, একটি কুরবানির পশু একাধিক ব্যক্তি মিলে জবাই করতে পারবে কি না তাহলে উত্তর হল, শরিয়তে এতে কোন বাধা নেই। যেমনটি আমাদের দেশে সচারচর দেখা যায় যে, কয়েকজন ব্যক্তি মিলে পশুটিকে মাটিতে ফেলে বিভিন্ন দিক থেকে চেপে ধরে আর একজন ব্যক্তি পশুর গলায় ছুরি চালায়।
মোটকথা, সহজে জবাই করার জন্য যতজন ব্যক্তির সাহায্যের প্রয়োজন তত জন অংশগ্রহণ করতে পারবে।
অনুরূপভাবে জবাইকারী ব্যক্তি পশুর গলায় ছুরি চালাতে গিয়ে যদি ভালোভাবে জবাই করতে না পারে তাহলে তার পরিবর্তে অন্যজন যদি জবাইয়ের বাকি কাজ সম্পন্ন করে তাহলেও কোন আপত্তি নাই। তবে শর্ত হল, জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করার পাশাপাশি শরিয়তের দিকনির্দেশনা মোতাবেক সঠিক পদ্ধতিতে জবাই করতে হবে-চাই এক ব্যক্তি জবাই সম্পন্ন করুক অথবা একাধিক ব্যক্তি।
সর্বাবস্থায় জবাই করার ক্ষেত্রে পশুটির যেন অতিরিক্ত কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা বাঞ্ছনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ
“আর যখন জবাই করবে তখন উত্তম পন্থায় জবাই করবে। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধার করে নেয় এবং তার পশুটিকে আরাম দেয় (অহেতুক কষ্ট না দেয়)।”
[সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন), ৩৫/ শিকার ও জবাইয়ের পশু এবং যে সব পশুর গোশত খাওয়া হালাল, পরিচ্ছেদ: ১১. যবাহ ও হত্যা উত্তম পন্থায় করা ও ছুরি ধার করার নির্দেশ]
আল্লাহ তৌফিক দান করুন।
আমিন।