একা থাকা অবস্থায় সব নামাজের কেরাত সব সময় জরে জরে পরা যাবে কি? সুন্নত ও নফল সালাতের নিয়ম কেমন হবে?
যে ফরজ নামাজে উচ্চস্বরে কোরাত পাঠ করা হয়, যদি সে একাকী আদায় করা হয়, তাহলে উচ্চস্বরে কেরাত পাঠ করা জরুরী নয়। নিম্ন সুরে এবং উচ্চ সুরে কুরআন তিলাওয়াত করা যায় দুইভাবে। তবে অনেক ফিকহ বিশারদ বলেন, উচ্চস্বরে পড়া উত্তম।
রাতের নফল নামাযে ক্বিরাতের বিধানও একই। অর্থাৎ, এটি জোরে এবং নরমভাবে পড়া যায়। তবে জোরে পড়া ভালো। আর দিনের নফল নামাযে নিচু স্বরে কেরাত পাঠ করা ওয়াজিব। দিনের নফল সালাতে ভুলে কেরাত জোরে পড়লে- সাহু সিজদা ওয়াজিব হবে। আর ইচ্ছাকৃতভাবে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে।
মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৩৬৯১, ৩৬৯৪; মাবসুত, সারাখসি : ১/১৭; বাদায়িউস সানায়ি : ১/৩৯৬; ফাতহুল কাদির : ১/২৮৫; রাদ্দুল মুহতার : ১/৫৩৩