Ek Desh Ek Potaka Bangla Lyrics By kalarab
নতুন বাংলাদেশের গজল একদেশ এক পতাকা এর বাংলা লিরিক্স গজলটি গেয়েছেন সায়েদ আহমেদ, ইকবাল মাহমুদ, ইলিয়াস আমিন, আবির হাসান, ইমরানুল ফারহান।
Song : Ek Desh Ek Potaka
Singer : Sayed Ahmad, Iqbal Mahmud, Elias Amin, Abir Hasan & Imranul Farhan
Lyric : Muhammad Badruzzaman
Tune : Sayed Ahmad
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video Director : Faruk Tahir
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
এক দেশ এক পতাকা
এক জাতি, আছে একতা ।।
সময়ের প্রয়োজনে ভেঙে নীরবতা
শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা ।।
গাদ্দার তাব্দার সব করে নিঃশ্বেষ
এগিয়ে যাবে
এগিয়ে যাবে
আমার প্রিয় বাংলাদেশ।।
এগিয়ে যাবে
এগিয়ে যাবে
আমার প্রিয় বাংলাদেশ ।।
এক বন্ধনে সুখে দুঃখে কাটাবো
আনবো সোনালী প্রভা
হিন্দু মুসলমান, বৌদ্ধ বা খৃস্টান
প্রয়োজনে সবাই হাতে রেখে হাত ।।
অপশক্তির কালো হাত করে নিঃশেষ
এগিয়ে যাবে
এগিয়ে যাবে
আমার প্রিয় বাংলাদেশ ।।
এগিয়ে যাবে
এগিয়ে যাবে
আমার প্রিয় বাংলাদেশ ।।
কৃষক শ্রমিক আর ছাত্র যুবক
দেশের তোরে এক দেহ প্রাণ
সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াবো মোরা বিজয় নিশান ।।
নাস্তিক দেশদ্রোহী সব করে নিঃশেষ
এগিয়ে যাবে
এগিয়ে যাবে
আমার প্রিয় বাংলাদেশ ।।
এগিয়ে যাবে
এগিয়ে যাবে
আমার প্রিয় বাংলাদেশ ।।
এগিয়ে যাবে
এগিয়ে যাবে
আমার প্রিয় বাংলাদেশ ।।