Eid Mubarak Gojol Sayed Ahmad
ঈদ মোবারক গজল লিরিক্স এবং ঈদের নতুন গজল ঈদ মুবারক সাঈদ আহমাদের ঈদের সেরা গজল। এই সুন্দর ইসলামী ঈদ গজলটি গেয়েছেন সাইয়েদ আহমেদ।
Song : Eid Mubarak
Singer : Sayed Ahmad
Lyric : Hossain Noor
Tune : Sayed Ahmad
Sound Design : Sayed Hasanat
Video : Abdur Rahman Saifi
Supervision : Muzahidul Islam
Management : Murshed Siraji
খুশির এলান নিয়ে হেলাল
দূর আকাশের গা’য়,
মুচকি হেসে দিচ্ছে উঁকি
দেখবি তোরা আয়।
রাব্বে কারীমের তোহফা এলো
ঘর থেকে ঘরে ছড়িয়ে গেলো
কি মধুর আবেশে….!
ঈদ খুশিতে মাতবো সবাই
আয়রে ভালোবেসে…
ঈদ মোবারক….মোবারক ঈদ মোবারক,
নতুন পোশাকেরও মত করে
দিলটাও নেবো রাঙিয়ে,
মেটাবো মনের পোষা যাতনা
বুকেতে বুক জড়িয়ে।
বাড়িয়ে দেবো হায় হাত খানি
দুখীর কাছে ঘেঁষে।
কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াতে
পড়বো ঈদের সালাত,
মোনাজাতে বলবো রবকে
এভাবে দিও জান্নাত।
নেকের তুলিতে সাজাবো ধরা
চলরে রঙিন বেশে।