দুনিয়া ও আখেরাতের সমস্ত দুশ্চিন্তা দূর করার দোয়া

যে দোয়া পড়লে দুনিয়া-আখেরাতে আল্লাহই যথেষ্ট, মুমিন মাত্রই দুশ্চিন্তায় থাকেন, কীভাবে নাজাত পাওয়া যায়। কী আমল করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে এবং কঠিন অবস্থা থেকে মুক্তি দেবেন। আর ‘দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার’

حَسْبِيَ اللَّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
মোটামুটি উচ্চারণ : হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্‌কাল্‌তু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
অর্থ : আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতিত কোনো উপাস্য নেই। তারই ওপর আমি ভরসা করি। তিনিই মহা আরশের অধিপাতি।'

আবু দারদা (রা:) থেকে বর্ণিত যে ব্যক্তি ফজরের পর সাতবার এবং আসরের পর সাতবার এই জিকিরটি করবে, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন।
[আবু দাউদ-৫০৮১, মুসলিম]

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখেরাতের যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার জন্য উল্লেখিত দোয়া নিয়মিত পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

লিখেছেন

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Exit mobile version