Writing
দুয়া কবুল হবার নিশ্চিত বিশ্বাস নিয়ে দুয়া করুন
দুয়া করার সময় বিনীতভাবে সর্বোচ্চ আবেগ দিয়ে কেঁদেকেটে দুহাত তুলে দুয়া করুন, ধীরেসুস্থে সময় নিয়ে দুয়া করুন।
দু’আ কবুলের অন্যতম শর্ত হচ্ছে দু’আ কবুল হবে মনে দৃঢ় প্রত্যয় রাখা, দু’আর পর ধৈর্য্য ধরা, একনিষ্ঠভাবে দু’আ করা।
(হাদিস সম্ভার:৩৭৮৪; সহীহুল জামে’ ২৪৫)
নিশ্চয়ই আল্লাহ তাআলার অনেক লজ্জা ও আত্মমর্যাদা আছে। সুতরাং যখন মানুষ চাওয়ার জন্য তাঁর কাছে দুই হাত উত্তোলন করে, তখন তিনি সেই হাত দুটিকে ব্যর্থ ও খালি ফেরত দিতে লজ্জা বোধ করেন।
(মুসলিম:৩২১)
দুয়া কবুলের উত্তম সময় হচ্ছে-
- আযানের পর
- খাবার শেষে
- রোযা থাকা অবস্থায় এবং ইফতারের আগে পরে
- বৃষ্টির সময়
- শেষ রাতে
- ফরয সালাতের সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পরে বিশেষভাবে দুয়া করুন।
হে আল্লাহ! আমি আপনার নিকট এমন নফস চাচ্ছি যা আপনার সত্তার প্রতি পরিতৃপ্ত থাকে, আপনার সাথে সাক্ষাতের প্রতি বিশ্বাস রাখে, আপনার ফায়সালায় সন্তুষ্ট থাকে এবং আপনার দানে তুষ্ট থাকে।
(সূরা আল-ফাজর, আয়াত ২৭, তাফসীরে ইবনে কাসীর)