চিকিৎসা করা বা শিক্ষার প্রয়োজনে কারো সতর-লজ্জাস্থান খোলার প্রয়োজন হলে শুধু প্রয়োজন পরিমাণ খোলার অনুমতি আছে, এর বেশি অনুমতি নেই। এ ক্ষেত্রে ডাক্তারদের জন্য জরুরি হলো যথাসম্ভব তার দৃষ্টিকে প্রয়োজন পরিমাণ সীমাবদ্ধ রাখবে। (বাদায়েউস সানায়ে : ৫/১২৪)
মহিলা রোগীর রোগের চিকিৎসা মহিলা ডাক্তারকেই করতে হবে। যথাসম্ভব পুরুষ ডাক্তারের চিকিৎসা করা বৈধ নয়। তবে রোগের বিশেষজ্ঞ মহিলা ডাক্তার পাওয়া না গেলে প্রয়োজনে পুরুষ ডাক্তারও চিকিৎসা করতে পারবে। সেখানে মহিলার কোনো অভিভাবক তার সঙ্গে থাকবে। (আল বাহরুর রায়েক : ৮/১৯২)