দ্বীনের দাওয়াত – Diner Dawat Bangla Gojol Lyrics

দ্বীনের দাওয়াত

কথা ও সুরঃ আব্দুল গাফফার
শিল্পীঃ শাহাবুদ্দিন শিহাব,
আব্দুল গাফফার,
মুস্তাফিজ আনসারী ও আব্দুল্লাহিল মারুফ
সম্পাদনাঃ আমির
রেকর্ডিস্টঃ মুবিন
পরিচালনায়ঃ ইলিয়াস হাসান

এসো হাতে রেখে হাত
আজ করব বায়াত
চলবেই আমাদের
দ্বীনের দাওয়াত
ঈমানের স্পন্দনে
একতার বন্ধনে
সামনে গেলেই পাবো
নতুন প্রভাত।।

দাওয়াতের এই পথ নয় তো সোজা
এই পথে আছে জ্বালা-যন্ত্রণা
আছে মৃত্যুর ভয় শংকা সংশয়
জালিমের জুলুমের
নেই সীমানা
তবু মানুষের দ্বারে দ্বারে
যেতে হবে বারে বারে
পৌঁছে দিতে হবে
কোরানের আয়াত।।

এই পথে মুমিনের জীবন বাজি
মরলে শহীদ আর বাঁচলে গাজী
বাতিলের সাথে তাই
কোন, আপোষ নাই
নাই যে গোপনে তার
কোনো কারসাজি।।

রাসুলের সাথে তার লাখো সাহাবা
করেছে দাওয়াতের এই মহা কাজ
আমাদেরও সংগ্রাম চলবেই অবিরাম
যতদিন আসবে না কোরানের রাজ।
যদি আসে জেল জরিমানা
না না কভু থামব না
মৃত্যু এলেও জানি পাবো জান্নাত।।
পাবো নতুন হায়াত।

https://youtu.be/3xGs-wEmROY

Exit mobile version