যোহরের ওয়াক্তের সময় সীমা
অনেক সময় বাসার কাজ বা বিভিন্ন ঝামেলার কারণে জোহরের স্বলাতটা পড়তে বিলম্ব হয়ে যায়। তাই জানতে চাচ্ছি, জোহরের ওয়াক্ত আসর এর ওয়াক্ত শুরু হওয়ার কতক্ষণ আগ পর্যন্ত থাকে?
যদি জোহরের শেষ সময়ে স্বলাত আদায় করতে হয় কখনো তাহলে আগে কি ফরজ পড়ে তারপরে সুন্নাত পড়বো নাকি স্বাভাবিক নিয়মেই পড়বো জানালে উপকৃত হবো, ইন শা আল্লাহ।
যতই ব্যস্ততা থাকুক, সালাত সবার আগে- এটাই হওয়া উচিৎ একজন মুসলিমের মূল চিন্তা। এবং প্রথম ওয়াক্তে সালাত আদায়ের চেষ্টা করতে হবে। কোন কারণে যদি বিলম্ব হয়ে যায়, তাহলে তা কোন ক্রমেই যেন সালাতের নির্দিষ্ট সময় অতিক্রম না করে।
আসরের সালাতের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত জোহরের সময় অবশিষ্ট থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
وَقْتُ الظُّهْرِ إِذَا زَالَتْ الشَّمْسُ وَكَانَ ظِلُّ الرَّجُلِ كَطُولِهِ مَا لَمْ يَحْضُرْ الْعَصْرُ
“সূর্য মাথার ওপর থেকে পশ্চিমে ঢলে যাওয়ার পর হতে শুরু করে যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ছায়া সেই জিনিসের সমান না হয় ততক্ষণ পর্যন্ত জোহরের সময়। জোহরের সময় শেষ হওয়ার সাথে সাথে আসরের সময় শুরু হয়।”
(সহীহ মুসলিম, হা/৬১২)।
সময়ে হিসেবে জোহর সালাতের সময় শুরু থেকে নিয়ে আসর সালাতের মাঝে প্রায় ৩ ঘণ্টা সময় থাকে।
প্রত্যেক মুসলিমের সবোর্চ্চ চেষ্টা থাকা কতর্ব্য, যেন সে যথাসময়ে প্রত্যেক ওয়াক্তের সালাত আদায় করতে পারে। আল্লাহ তওফিক দানকারী।