Dhaka Ramadan 2023 Sehri & Iftar Time (Day-05)
Table of Contents
5th Ramadan 2023
Fifth Day of Ramadan 2023. Dhaka RAMADAN TIMING 2023 Bangladesh.
28 March 2023, Dhaka Ramadan Time is
Sehri Time 04:34 AM
and
Iftar Time 6:16 PM
ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ
- মানিকগঞ্জ, গাইবান্ধা, বরিশাল, শরিয়তপুর, টাঙ্গাইল – ১মিনিট
- সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালি, ঝালকাঠি, লালমনিরহাট – ২মিনিট
- পঞ্চগড়, গোপালগঞ্জ, বগুড়া, রংপুর, পিরোজপুর – ৩মিনিট
- পাবনা, মাগুরা, নওগাঁ, নড়াইল, বরগুনা, খুলনা, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট- ৪ মিনিট
- কুষ্টিয়া, রাজবাড়ী, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ, নাটোর – ৫মিনিট
- রাজশাহী, সাতক্ষীরা – ৬মিনিট
- চুয়াডাঙ্গা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ – ৭মিনিট
ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ
- গাজীপুর, মুন্সীগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর – ১ মিনিট
- নরসিংদী, ময়মনসিংহ – ২ মিনিট
- কুমিল্লা, বি-বাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা – ৩ মিনিট
- ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম – ৪ মিনিট
- হবিগঞ্জ – ৫ মিনিট
- খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সুনামগঞ্জ, মৌলভীবাজার – ৬ মিনিট
- সিলেট – ৮ মিনিট
ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ
- বাগেরহাট – ১মিনিট
- মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর – ২ মিনিট
- মাগুরা, খুলনা, নড়াইল, সিরাজগঞ্জ, জামালপুর – ৩ মিনিট
- রাজবাড়ী, যশোর, গাইবান্ধা, সাতক্ষীরা, ঝিনাইদহ – ৪ মিনিট
- কুষ্টিয়া, পাবনা, বগুড়া, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট – ৫ মিনিট
- নাটোর, চুয়াডাঙ্গা, জয়পুরহাট – ৬ মিনিট
- মেহেরপুর, রাজশাহী, নওগাঁ, নীলফামারী – ৭ মিনিট
- দিনাজপুর – ৮ মিনিট
- চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও – ৯ মিনিট
ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ
- শরীয়তপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, নরসিংদী, নেত্রকোনা, চাঁদপুর, পটুয়াখালী – ১ মিনিট
- ভোলা – ২ মিনিট
- বি বাড়িয়া, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর – ৩ মিনিট
- কুমিল্লা, হবিগঞ্জ, নোয়াখালী – ৪ মিনিট
- সিলেট, মৌলভীবাজার ফেনী – ৫ মিনিট
- খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৭ মিনিট
- রাঙ্গামাটি – ৮ মিনিট
- বান্দরবান, কক্সবাজার – ৯ মিনিট
২০২৩ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন।
Daily One Quran Verse
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুতঃ আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎপথে আসতে পারে।
– ২:১৮৬ –
Daily Dua:
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
(সূরা আল ইমরান:৮)
Daily One Hadith
’আবদুল্লাহ ইবনু মাস’ঊদ (রাঃ) দু’টি হাদীস বর্ণনা করেছেন। একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর অন্যটি তাঁর নিজ থেকে। তিনি বলেন, ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে, যেন সে একটা পর্বতের নীচে উপবিষ্ট আছে, আর সে আশঙ্কা করছে যে, সম্ভবত পর্বতটা তার উপর ধ্বসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মত মনে করে, যা তার নাকে বসে চলে যায়। এ কথাটি আবূ শিহাব নিজ নাকে হাত দিয়ে দেখিয়ে বলেন।
তারপর [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদীসটি বর্ণনা করে বলেন] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মনে কর কোন এক ব্যক্তি (সফরের) কোন এক স্থানে অবতরণ করলো, সেখানে প্রাণেরও ভয় ছিল। তার সঙ্গে তার সফরের বাহন ছিল। যার উপর তার খাদ্য ও পানীয় ছিল, সে মাথা রেখে ঘুমিয়ে পড়লো এবং জেগে দেখলো তার বাহন চলে গেছে। তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়লো। রাবী বলেনঃ আল্লাহ যা চাইলেন তা হলো। তখন সে বললো যে, আমি যে স্থানে ছিলাম সেখানেই ফিরে যাই। এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়লো। তারপর জেগে দেখলো যে, তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে। তখন সে ব্যক্তি যতটা খুশী হলো, নিশ্চয়ই আল্লাহ তা’আলা তাঁর বান্দার তওবা করার কারণে এর চেয়েও অনেক অধিক খুশী হন। আবূ আওয়ানাহ ও জারীর আ’মাশ (রহ.) থেকে এ রকমই বর্ণনা করেছেন।
(সহীহ বুখারীঃ৬৩০৮)