Dhaka Ramadan 2022 Sehri & Iftar Time (Day-21)
Table of Contents
21th Day Of Ramadan
Dhaka RAMADAN TIMING 2022 Bangladesh.
23th April 2022, Dhaka Ramadan Time is
Sehri Time 04:09 AM
and
Iftar Time 6:27 PM
ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ
- মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী – ১মিনিট
- শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা – ২মিনিট
- নওগাঁ, ঝালকাঠি – ৩মিনিট
- নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালি, গোপালগঞ্জ – ৪মিনিট
- কুষ্টিয়া, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, রাজশাহী, নড়াইল, ঝিনাইদহ – ৫মিনিট
- চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা – ৬মিনিট
- মেহেরপুর – ৭মিনিট
- সাতক্ষীরা – ৮মিনিট
ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ
- গাজীপুর, লক্ষ্মীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার – ১ মিনিট
- শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, চট্টগ্রাম – ২ মিনিট
- কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ – ৩ মিনিট
- ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবন – ৪ মিনিট
- নেত্রকোনা, খাগড়াছড়ি – ৫ মিনিট
- হবিগঞ্জ – ৬ মিনিট
- সুনামগঞ্জ – ৭ মিনিট
- মৌলভীবাজার – ৮ মিনিট
- সিলেট – ৯ মিনিট
ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ
- ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট – ১মিনিট
- মাদারীপুর – ১মিনিট
- মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, নড়াইল – ২ মিনিট
- শেরপুর, মাগুরা – ৩ মিনিট
- সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা – ৪ মিনিট
- কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ – ৫ মিনিট
- চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬ মিনিট
- নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭ মিনিট
- রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট – ৮ মিনিট
- নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
- পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট
ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ
- শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি – ১ মিনিট
- বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ, বরগুনা, চাঁদপুর – ২ মিনিট
- ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
- কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট – ৪ মিনিট
- ফেনী – ৫ মিনিট
- খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৮ মিনিট
- রাঙ্গামাটি – ৯ মিনিট
- বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট
২০২২ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন।
Daily One Quran Verse
رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِینَ Rabbanaa laa taj’alnaa ma’al qawmiz zaalimeen রাব্বানা-লাতাজ‘আলনা-মা‘আল কাওমিজ্জা-লিমীন। অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে যালিমদের সঙ্গী করো না। “Our Lord, do not place us with the wrongdoing people.” – 7:47 –
Recommended use:
We should know that we are the sum total of the people we associate with. Intellectually we may know that the fate of the wrongdoing people will not be pleasant one but, in our dayto- day life, we may be blind to this reality because it takes place inch by inch. Only when the end is shown do we realize the mistake in our judgment. Unfortunately, it’s too late by then. This du’a asks Allah to protect us from being a victim to that fate.
Daily One Hadith
আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) … আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজ্জ (হজ্জ) কিংবা উমরা থেকে প্রত্যাবর্তন করতেন, বর্ণনাকারী বলেন, আমি জানিনা, নাকি এরূপ বলেছেন যে, যখন জিহাদ থেকে প্রত্যাবর্তন করতেন, তখন তিনি ঘাঁটি অথবা প্রস্তরময় ভূমিতে পৌছে তিনবার আল্লাহু আকবার বলতেন। তারপর এ দু‘আ পাঠ করতেন, “আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নেই; তিনি এক, তাঁর কোন শরীক নেই, কর্তৃত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই; তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। আমরা সফর থেকে প্রত্যাবর্তনকারী, গুনাহ থেকে তাওবাকারী, ইবাদত পালনকারী, সিজদাকারী, আমাদের প্রতিপালকের প্রশংসাকারী। আল্লাহ্ তাআলা তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন, তাঁর বান্দাহকে সাহায্য করেছেন, কাফির সৈন্যদলকে তিনি একাই পরাভূত করেছেন”। সালেহ (রহঃ) বলেন, আমি তাকে বললাম, আবদুল্লাহ কি ইনশাআল্লাহ্ বলেন নি? তিনি বললেন, না।
[সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন), হাদিস:2787]