Ramadan Time

Dhaka Ramadan 2022 Sehri & Iftar Time (Day-20)

20th Day Of Ramadan

Dhaka RAMADAN TIMING 2022 Bangladesh.
22th April 2022Dhaka Ramadan Time is
Sehri Time 04:10 AM
and
Iftar Time 6:26 PM

Dhaka Ramadan Day-20 iftar and sehri time - Islami Lecture
Dhaka Ramadan Day-20 iftar and sehri time – Islami Lecture

ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ

  • মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী – ১মিনিট
  • শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা – ২মিনিট
  • নওগাঁ, ঝালকাঠি – ৩মিনিট
  • নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালি, গোপালগঞ্জ – ৪মিনিট
  • কুষ্টিয়া, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, রাজশাহী, নড়াইল, ঝিনাইদহ – ৫মিনিট
  • চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা – ৬মিনিট
  • মেহেরপুর – ৭মিনিট
  • সাতক্ষীরা – ৮মিনিট

ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ

  • গাজীপুর, লক্ষ্মীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার – ১ মিনিট
  • শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, চট্টগ্রাম – ২ মিনিট
  • কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ – ৩ মিনিট
  • ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবন – ৪ মিনিট
  • নেত্রকোনা, খাগড়াছড়ি – ৫ মিনিট
  • হবিগঞ্জ – ৬ মিনিট
  • সুনামগঞ্জ – ৭ মিনিট
  • মৌলভীবাজার – ৮ মিনিট
  • সিলেট – ৯ মিনিট

ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ

  • ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট – ১মিনিট
  • মাদারীপুর – ১মিনিট
  • মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, নড়াইল – ২ মিনিট
  • শেরপুর, মাগুরা – ৩ মিনিট
  • সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা – ৪ মিনিট
  • কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ – ৫ মিনিট
  • চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬ মিনিট
  • নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭ মিনিট
  • রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট – ৮ মিনিট
  • নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
  • পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট

ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ

  • শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি – ১ মিনিট
  • বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ, বরগুনা, চাঁদপুর – ২ মিনিট
  • ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
  • কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট – ৪ মিনিট
  • ফেনী – ৫ মিনিট
  • খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৮ মিনিট
  • রাঙ্গামাটি – ৯ মিনিট
  • বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট

২০২২ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন

Daily One Quran Verse

رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ
Rabbanaa zalamnaaa anfusanaa wa illam taghfir lanaa wa tarhamnaa lanakoonanna minal khaasireen
রাব্বানা-জালামনাআনফুছানা-ওয়া ইল্লাম তাগফির লানা-ওয়া তারহামনা-লানাকূনান্না মিনাল খা-ছিরীন।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না কর আর দয়া না কর তাহলে আমরা অবশ্য অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
“Our Lord, we have wronged ourselves, and if You do not forgive us and have mercy upon us, we will surely be among the losers.”
– 7:23 –

Recommended use:
A du’a for repentance (tawbah). We can learn from how Adam (as) responded after he erred. Being able to admit your faults and to harbor guilt is a beautiful sign of our belief and dedication to Allah subhanahu wa ta’ala. We ask for his forgiveness and avoid repeating the same mistakes. This is the du’a Prophet Adam (as) recited after sinning in paradise.

Daily One Hadith

ইসমাঈল (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই বলে দু’আ করতেনঃ হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ এবং ঋণ থেকে পানাহ্ চাচ্ছি। একজন প্রশ্নকারী বলল, (ইয়া রাসূলাল্লাহ)! আপনি ঋণ থেকে এত বেশী বেশী পানাহ্ চান কেন? তিনি জওয়াব দিলেন, মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে মিথা বলে এবং ওয়াদা করলে তা খেলাফ করে।
[সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন), হাদিস:2239]

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture