Dhaka Ramadan 2022 Sehri & Iftar Time (Day-10)
Table of Contents
10th Day Of Ramadan
Dhaka RAMADAN TIMING 2022 Bangladesh.
12th April 2021, Dhaka Ramadan Time is
Sehri Time 04:21 AM
and
Iftar Time 6:23 PM
ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ
- মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী – ১মিনিট
- শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা – ২মিনিট
- নওগাঁ, ঝালকাঠি – ৩মিনিট
- নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালি, গোপালগঞ্জ – ৪মিনিট
- কুষ্টিয়া, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, রাজশাহী, নড়াইল, ঝিনাইদহ – ৫মিনিট
- চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা – ৬মিনিট
- মেহেরপুর – ৭মিনিট
- সাতক্ষীরা – ৮মিনিট
ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ
- গাজীপুর, লক্ষ্মীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার – ১ মিনিট
- শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, চট্টগ্রাম – ২ মিনিট
- কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ – ৩ মিনিট
- ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবন – ৪ মিনিট
- নেত্রকোনা, খাগড়াছড়ি – ৫ মিনিট
- হবিগঞ্জ – ৬ মিনিট
- সুনামগঞ্জ – ৭ মিনিট
- মৌলভীবাজার – ৮ মিনিট
- সিলেট – ৯ মিনিট
ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ
- ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট – ১মিনিট
- মাদারীপুর – ১মিনিট
- মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, নড়াইল – ২ মিনিট
- শেরপুর, মাগুরা – ৩ মিনিট
- সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা – ৪ মিনিট
- কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ – ৫ মিনিট
- চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬ মিনিট
- নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭ মিনিট
- রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট – ৮ মিনিট
- নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
- পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট
ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ
- শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি – ১ মিনিট
- বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ, বরগুনা, চাঁদপুর – ২ মিনিট
- ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
- কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট – ৪ মিনিট
- ফেনী – ৫ মিনিট
- খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৮ মিনিট
- রাঙ্গামাটি – ৯ মিনিট
- বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট
২০২২ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন।
Daily One Quran Verse
رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلْتَ وَٱتَّبَعْنَا ٱلرَّسُولَ فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّٰھِدِینَ
Rabbanaaa aamannaa bimaaa anzalta wattaba’nar Rasoola faktubnaa ma’ash shaahideen
রাব্বানাআ-মান্নাবিমাআনঝালতা ওয়াত্তবা‘নার রাছূলা ফাকতুবনা-মা‘আশশা-হিদীন।
অর্থ: হে আমাদের প্রতিপালক! তুমি যা অবতীর্ণ করেছ আমরা তার উপর ঈমান এনেছি, রসূলের আনুগত্য স্বীকার করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের মধ্যে লিপিবদ্ধ কর।
“Our Lord, we have believed in what You revealed and have followed the messenger [i.e., Jesus], so register us among the witnesses [to truth].”
– 3:53 –
Recommended use:
Du’a of faith & worship, i.e. to register us among the witnesses to the truth. In the Qur’an we’re told of how Allah (swt) saved Isa (as) from the children of Israel who plotted against him: “[Mention] when Allah said, “O Jesus, indeed I will take you and raise you to Myself and purify [i.e., free] you from those who disbelieve” (3:55)
Daily One Hadith
মুহাম্মদ ইবনু ওয়ালীদ (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবীরা গুনার কথা উল্লেখ করলেন অথবা তাকে কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তখন তিনি বললেনঃ আল্লাহর সঙ্গে শরীক করা। মানুষ হত্যা করা ও মা-বাপের নাফরমানী করা। তারপর তিনি বললেনঃ আমি কি তোমাদের কবীরা গুনাহর অন্যতম গুনাহ সম্পর্কে সতর্ক করবো না? পরে বললেনঃ মিথ্যা কথা বলা। অথবা বলেছেনঃ মিথ্যা সাক্ষ্য দেওয়া। শুবা (রহঃ) বলেনঃ আমার প্রবল ধারণা হয় যে, তিনি বলেছেনঃ মিথ্যা সাক্ষ্য দেওয়া।
[সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন), হাদিস:5552]