Table of Contents
7Th Day Of Ramadan
Dhaka RAMADAN TIMING 2021 Bangladesh.
20 April 2021, Dhaka Ramadan Time is
Sehri Time 04:12 AM
and
Iftar Time 6:26 PM
ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ
- মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী – ১মিনিট
- শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা – ২মিনিট
- নওগাঁ, ঝালকাঠি – ৩মিনিট
- নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালি, গোপালগঞ্জ – ৪মিনিট
- কুষ্টিয়া, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, রাজশাহী, নড়াইল, ঝিনাইদহ – ৫মিনিট
- চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা – ৬মিনিট
- মেহেরপুর – ৭মিনিট
- সাতক্ষীরা – ৮মিনিট
ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ
- গাজীপুর, লক্ষ্মীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার – ১ মিনিট
- শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, চট্টগ্রাম – ২ মিনিট
- কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ – ৩ মিনিট
- ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবন – ৪ মিনিট
- নেত্রকোনা, খাগড়াছড়ি – ৫ মিনিট
- হবিগঞ্জ – ৬ মিনিট
- সুনামগঞ্জ – ৭ মিনিট
- মৌলভীবাজার – ৮ মিনিট
- সিলেট – ৯ মিনিট
ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ
- ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট – ১মিনিট
- মাদারীপুর – ১মিনিট
- মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, নড়াইল – ২ মিনিট
- শেরপুর, মাগুরা – ৩ মিনিট
- সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা – ৪ মিনিট
- কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ – ৫ মিনিট
- চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬ মিনিট
- নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭ মিনিট
- রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট – ৮ মিনিট
- নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
- পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট
ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ
- শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি – ১ মিনিট
- বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ, বরগুনা, চাঁদপুর – ২ মিনিট
- ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
- কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট – ৪ মিনিট
- ফেনী – ৫ মিনিট
- খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৮ মিনিট
- রাঙ্গামাটি – ৯ মিনিট
- বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট
২০২১ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন।
Daily One Quran Verse
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ ھَدَیْتَنَا وَھَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَھَّابُ
Rabbana laa tuzigh quloobanaa ba’da iz hadaitanaa wa hab lanaa mil ladunka rahmah; innaka antal Wahhaab
রাব্বানা লা তুজিগ্ব ক্বুলুবানা বা’দা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিন্নাদুনকা রাহমাতান, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।অর্থ: হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
Our Lord, let not our hearts deviate after You have guided us and grant us from Yourself mercy. Indeed, You are the Bestower.
– 3:8 –
Recommended use:
Another beautiful du’a a believer can recite asking for Allah’s rahma (mercy). The believer understands that all things are made possible through Allah (swt). In this du’a, we ask of Allah to make us among those who are guided, to not let the environment or circumstance cause our hearts to swerve once we know the truth.
Daily One Hadith
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।
[সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন), হাদিস:১৯০৩]