Ramadan Time

Dhaka Ramadan 2021 Sehri & Iftar Time (Day-04)

4Th Day Of Ramadan

Dhaka RAMADAN TIMING 2021 Bangladesh.
17 April 2021Dhaka Ramadan Time is
Sehri Time 04:15 AM
and
Iftar Time 6:24 PM

Dhaka Ramadan Day 04 iftar and sehri time - Islami Lecture
Dhaka Ramadan Day 04 iftar and sehri time – Islami Lecture

ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ

  • মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী – ১মিনিট
  • শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা – ২মিনিট
  • নওগাঁ, ঝালকাঠি – ৩মিনিট
  • নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালি, গোপালগঞ্জ – ৪মিনিট
  • কুষ্টিয়া, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, রাজশাহী, নড়াইল, ঝিনাইদহ – ৫মিনিট
  • চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা – ৬মিনিট
  • মেহেরপুর – ৭মিনিট
  • সাতক্ষীরা – ৮মিনিট

ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ

  • গাজীপুর, লক্ষ্মীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার – ১ মিনিট
  • শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, চট্টগ্রাম – ২ মিনিট
  • কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ – ৩ মিনিট
  • ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবন – ৪ মিনিট
  • নেত্রকোনা, খাগড়াছড়ি – ৫ মিনিট
  • হবিগঞ্জ – ৬ মিনিট
  • সুনামগঞ্জ – ৭ মিনিট
  • মৌলভীবাজার – ৮ মিনিট
  • সিলেট – ৯ মিনিট

ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ

  • ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট – ১মিনিট
  • মাদারীপুর – ১মিনিট
  • মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, নড়াইল – ২ মিনিট
  • শেরপুর, মাগুরা – ৩ মিনিট
  • সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা – ৪ মিনিট
  • কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ – ৫ মিনিট
  • চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬ মিনিট
  • নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭ মিনিট
  • রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট – ৮ মিনিট
  • নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
  • পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট

ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ

  • শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি – ১ মিনিট
  • বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ, বরগুনা, চাঁদপুর – ২ মিনিট
  • ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
  • কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট – ৪ মিনিট
  • ফেনী – ৫ মিনিট
  • খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৮ মিনিট
  • রাঙ্গামাটি – ৯ মিনিট
  • বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট

২০২১ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন।

Daily One Quran Verse

رَبَّنَا أَفْرِغْ عَلَیْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِینَ
রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া ছাব্বিত আক্বদামানা ওয়াংচুরনা আলাল ক্বাউমিল কাফিরিন।’
অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদেরকে সবর (ধৈর্য) অবলম্বনের শক্তি দান করুন। আমাদেরকে (যুদ্ধক্ষেত্রে) সুদৃঢ় রাখুন আর আমাদেরকে এই কাফের সম্প্রদায়ের ওপর বিজয় দান করুন।’
Rabbana afrigh ‘alainaa sabranw wa sabbit aqdaamanaa wansurnaa ‘alal qawmil kaafireen
“Our Lord, pour upon us patience and plant firmly our feet and give us victory over the disbelieving people.”
– 2:250 –

Recommended use: 
Asking Allah (swt) for protection, patience in whatever endeavor, and to be victorious. Prophetic du’a for protection recited by Prophet dawud (as): Dawud (as) was a smaller, younger man and on paper it did not seem like he was favored to win a battle against Jalut (goliath). But we’re told, “and Allah granted him dominion and wisdom, and imparted to him the knowledge of whatever He willed.” (2:251)

Daily One Hadith

কুতায়বা (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন রমযান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়।
[সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন) : 1898]

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture