Ramadan Time

Dhaka Ramadan 2021 Sehri & Iftar Time (Day-02)

2nd Day Of Ramadan

Dhaka RAMADAN TIMING 2021 Bangladesh.
15 April 2021Dhaka Ramadan Time is
Sehri Time 04:17 AM
and
Iftar Time 6:24 PM

Dhaka-Ramadan-Day-02-iftar-and-sehri-time

ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ

  • মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী – ১মিনিট
  • শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা – ২মিনিট
  • নওগাঁ, ঝালকাঠি – ৩মিনিট
  • নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালি, গোপালগঞ্জ – ৪মিনিট
  • কুষ্টিয়া, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, রাজশাহী, নড়াইল, ঝিনাইদহ – ৫মিনিট
  • চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা – ৬মিনিট
  • মেহেরপুর – ৭মিনিট
  • সাতক্ষীরা – ৮মিনিট

ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ

  • গাজীপুর, লক্ষ্মীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার – ১ মিনিট
  • শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, চট্টগ্রাম – ২ মিনিট
  • কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ – ৩ মিনিট
  • ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবন – ৪ মিনিট
  • নেত্রকোনা, খাগড়াছড়ি – ৫ মিনিট
  • হবিগঞ্জ – ৬ মিনিট
  • সুনামগঞ্জ – ৭ মিনিট
  • মৌলভীবাজার – ৮ মিনিট
  • সিলেট – ৯ মিনিট

ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ

  • ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট – ১মিনিট
  • মাদারীপুর – ১মিনিট
  • মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, নড়াইল – ২ মিনিট
  • শেরপুর, মাগুরা – ৩ মিনিট
  • সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা – ৪ মিনিট
  • কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ – ৫ মিনিট
  • চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬ মিনিট
  • নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭ মিনিট
  • রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট – ৮ মিনিট
  • নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
  • পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট

ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ

  • শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি – ১ মিনিট
  • বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ, বরগুনা, চাঁদপুর – ২ মিনিট
  • ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
  • কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট – ৪ মিনিট
  • ফেনী – ৫ মিনিট
  • খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৮ মিনিট
  • রাঙ্গামাটি – ৯ মিনিট
  • বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট

২০২১ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন।

Daily One Quran Verse

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَیْنِ لَكَ وَمِن ذُرِّیَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَیْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِیمُ
Rabbana waj’alnaa muslimaini laka wa min zurriyyatinaaa ummatam muslimatal laka wa arinaa manaasikanaa wa tub ‘alainaa innaka antat Tawwaabur Raheem
“Our Lord, and make us Muslims [in submission] to You and from our descendants a Muslim nation [in submission] to You. And show us our rites [of worship] and accept our repentance. Indeed, You are the Accepting of Repentance, the Merciful.”
– 2:128 – 

Recommended use: 
This du’a should be recited to affirm your faith in Islam. It also a good prayer that asks for the success of the entire Muslim Ummah. Du’a Prophet Ibrahim (as) recited after building the kaaba with his son.

Daily One Hadith

‘আলী ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) … হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ‘উমর (রাঃ) বললেন, ফিতনা সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটি কার মুখস্ত আছে? হুযায়ফা (রাঃ) বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, পরিবার, ধন-সম্পদ এবং প্রতিবেশীই মানুষের জন্য ফিতনা। সালাত (নামায/নামাজ), সিয়াম এবং সদকা এর কাফফারা হয়ে যায়। ‘উমর (রাঃ) বললেন, এ ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞাসা করছি না, আমি তো জিজ্ঞাসা করেছি ওই ফিতনা সম্পর্কে, যা সমুদ্রের ঢেউয়ের মত আন্দোলিত হতে থাকবে।

হুযায়ফা (রাঃ) বললেন, এ ফিতনার সামনে বন্ধ দরজা আছে। ‘উমর (রাঃ) বললেন, এ দরজা কি খুলে যাবে, না ভেঙ্গে যাবে? হুযায়ফা (রাঃ) বললেন, ভেঙ্গে যাবে। ‘উমর (রাঃ) বললেন, তাহলে তো তা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমার মাসরুক (রহঃ) কে বললাম, হুযায়ফা (রাঃ) কে জিজ্ঞেস করূন, ‘উমর (রাঃ) কি জানতেন, কে সেই দরজা? তিনি বললেন, হাঁ, তিনি এরুপ জানতেন যেরুপ কালকের দিনের পূর্বে আজকের রাত।
(বুখারি, হাদিস:১৮৯৪)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture