Table of Contents
1st Ramadan 2021
First Day of Ramadan 2021. Dhaka RAMADAN TIMING 2021 Bangladesh.
14 April 2021, Dhaka Ramadan Time is
Sehri Time 04:18 AM
and
Iftar Time 6:23 PM
ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ
- মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী – ১মিনিট
- শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা – ২মিনিট
- নওগাঁ, ঝালকাঠি – ৩মিনিট
- নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালি, গোপালগঞ্জ – ৪মিনিট
- কুষ্টিয়া, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, রাজশাহী, নড়াইল, ঝিনাইদহ – ৫মিনিট
- চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা – ৬মিনিট
- মেহেরপুর – ৭মিনিট
- সাতক্ষীরা – ৮মিনিট
ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ
- গাজীপুর, লক্ষ্মীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার – ১ মিনিট
- শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, চট্টগ্রাম – ২ মিনিট
- কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ – ৩ মিনিট
- ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবন – ৪ মিনিট
- নেত্রকোনা, খাগড়াছড়ি – ৫ মিনিট
- হবিগঞ্জ – ৬ মিনিট
- সুনামগঞ্জ – ৭ মিনিট
- মৌলভীবাজার – ৮ মিনিট
- সিলেট – ৯ মিনিট
ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ
- ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট – ১মিনিট
- মাদারীপুর – ১মিনিট
- মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, নড়াইল – ২ মিনিট
- শেরপুর, মাগুরা – ৩ মিনিট
- সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা – ৪ মিনিট
- কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ – ৫ মিনিট
- চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬ মিনিট
- নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭ মিনিট
- রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট – ৮ মিনিট
- নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
- পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট
ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ
- শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি – ১ মিনিট
- বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ, বরগুনা, চাঁদপুর – ২ মিনিট
- ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
- কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট – ৪ মিনিট
- ফেনী – ৫ মিনিট
- খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৮ মিনিট
- রাঙ্গামাটি – ৯ মিনিট
- বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট
২০২১ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রতিদিন এর আপডেট দেখতে ভিজিট করুন।
Daily One Quran Verse
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِیعُ العَلِیمُ
Rabbana taqabbal minnaa innaka Antas Samee’ul Aleem
“Our Lord, accept [this] from us. Indeed You are the Hearing, the Knowing.”
– 2:127 –
Recommended use:
You can recite this du’a whenever you would like for Allah (swt) to accept whatever good you’ve just done. Du’a Prophet Ibrahim (as) recited after building the kaaba with his son.
Daily One Hadith
‘আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মুর্খের মত কাজ করবে না। যদি কেউ তাঁর সাথে ঝগড়া করতে চায়, তাঁকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের গন্ধের চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরষ্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুন।
(বুখারি, হাদিস:১৮৯৪)