Q/A

দেয়াল চাপা বা অগ্নিদগ্ধ কেন শহীদ বলা হয়

ভুমিকম্পে বা যে কোন প্রাচীরের নিচে পড়ে বা পুড়ে মারা যায় তাকে কেন শহীদ বলা হয়?
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইঙ্গিত করেছেন যে, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় বা পতিত প্রাচীরের নিচে পিষ্ট হয়ে মারা যায় তারাই শহীদ। এর কারণ কী?

কুতাইবা (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ব্যাক্তি রাস্তা দিয়ে চলার সময় একটি কাটাযুক্ত ডাল দেখে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা’লা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শহীদ পাঁচ প্রকার –

  • প্লেগে মৃত ব্যাক্তি
  • কলেরায় মৃত ব্যাক্তি
  • নিমজ্জিত ব্যাক্তি
  • চাপা পড়ে মৃত ব্যাক্তি
  • আল্লাহর পথে (জিহাদে) শহীদ।

তিনি আরো বলেছেনঃ মানুষ যদি আযান দেওয়া, প্রথম কাতারে সালাত (নামায/নামাজ) আদায় করার কী ফযীলত তা জানত, কুরআহর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ছাড়া সে সুযোগ না পেত, তাহলে কুরআহর মাধ্যমে হলেও তারা সে সুযোগ গ্রহণ করত আর আওয়াল ওয়াক্ত (যোহরের সালাতে যাওয়ার) কী ফযীলত তা যদি মানুষ জানত, তাহলে এর জন্য তারা অবশ্যই সর্বাগ্রে যেত। আর ইশা ও ফজরের সালাত (জামা’আতে) আদায়ে কী ফযীলত, তা যদি তারা জানত তা হলে হামাগুড়ি দিয়ে হলেও তারা (জামা’আতে) উপস্থিত হতো।
Al-Bukhari (653) and Muslim (1914)

আহমদ (23804), আবু দাউদ (3111) এবং আন-নাসায়ী (1846) জাবির ইবনে আতিক (রা.) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “আপনি কি শাহাদাত মনে করেন?” তারা বললঃ আল্লাহর পথে নিহত হওয়া। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও শাহাদাত হল সাতটি জিনিস। যে প্লেগে মারা যায় সে শহীদ, যে ডুবে যায় সে শহীদ, যে প্লুরিসিতে মারা যায় সে শহীদ, যে পেটের রোগে মারা যায় সে শহীদ, যে আগুনে পুড়ে মারা যায় সে শহীদ। শহীদ, যে ব্যক্তি ধসে পড়া ভবনের নিচে মারা যায় সে শহীদ এবং যে নারী গর্ভধারণ ও প্রসবের কারণে মারা যায় সে শহীদ।” আল-আলবানী সহীহ আবি দাউদে সহীহ হিসাবে শ্রেণীবদ্ধ।

আন-নাওয়াবী (রহ.) বলেন:
আলেমগণ বলেছেন: এই ধরনের মৃত্যুকে শুধুমাত্র আল্লাহর রহমতে শাহাদাত বলে গণ্য করা হয়, কারণ সেগুলি অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক।

আলেমগণ বলেছেন: আল্লাহর পথে নিহত ব্যক্তি ব্যতীত এই সকল লোকের শাহাদত বলতে যা বোঝায় তা হল, আখেরাতে তাদের জন্য শহীদদের সমান পুরস্কার রয়েছে। তবে এই পৃথিবীতে তাদের গোসল করা উচিত এবং তাদের জানাজা পড়া উচিত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture