রমজানে অনেক মুসলিম তাদের যাকাতের প্রতি যত্নবান হন, যা সত্যিই খুব চমৎকার ব্যাপার। শুধু নিশ্চিত করুন যে এটি আপনার যাকাত দেওয়ার বার্ষিক সময়, কারণ আপনার যাকাতের বকেয়া যদি তিন মাস আগে হয়, আপনার তা বিলম্ব করা উচিত নয়। কিন্তু আপনি যদি প্রতি বছর রমজানে আপনার যাকাত দিয়ে থাকেন, তাহলে ঠিক আছে।
তবে এখানে আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই তা হল (যেহেতু রমজান মাসে অনেকেই যাকাত দেয়), এমন কিছু লোক আছে যারা প্রতিবছর একজন নির্দিষ্ট ব্যক্তি, একটি পরিবার বা কোন নির্দিষ্ট সংস্থাকে যাকাত দেয়। এমনও তো হতে পারে ওই ব্যক্তির, সেই পরিবারের বা সংস্থার অবস্থা এখন পরিবর্তিত হয়েছে, তারা এখন আর যাকাত পাওয়ার যোগ্য নয়।
কাজেই যাকাত দেওয়ার আগে আপনি যাকে যাকাত দিচ্ছেন তার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখুন। তাদের হয়তো এখন আর সাহায্যের প্রয়োজন নাই, তারা হয়তো ইতিমধ্যে যা চায় তা করতে সক্ষম হয়েছে, ঋণ পরিশোধ করতে পেরেছে, তাই তারা যাকাত পাওয়ার যোগ্য নাও হতে পারে। তাই যাকাতের যোগ্যতার ব্যাপারে কোন ব্যক্তি বা সংস্থাকে জিজ্ঞেস করা খারাপ কিছু নয়।
পক্ষান্তরে আরও একটি ভুল যাকাত দেওয়ার সময় মানুষ করে থাকে – অহেতুক জিজ্ঞাসাবাদ। আপনি তো আর আই. আর. এস. এর লোক নন, আর আপনি অডিটও করতে যাচ্ছেন না, এটা আপনার কাজও নয়। যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার সর্বোত্তম বিচার এবং পর্যবেক্ষণ ব্যবহার করুন। তবে মনে রাখবেন মানুষের জীবন যাত্রার মান এবং দায়িত্ববোধও কিন্তু ভিন্ন। মানুষ কোথায় থাকছে, তাদের পরিবারের সংখ্যা কতজন, এরকম আরো অনেক বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে বিবেচনা করতে হবে কে যাকাত পাওয়ার যোগ্য।
কেউ হয়তো বলতে পারে – হায় হায় আমি এমন লোককে যাকাত দিয়েছি যার নিজের বাড়ি আছে। নিজের বাড়ি আছে, তো কি হয়েছে? এর মানে এই নয় যে সে যাকাত পাওয়ার যোগ্য নয়। এমনও তো হতে পারে যে সে নিজ বাড়িতে খুব জাঁকজমক ভাবে বসবাস করছে না, সে হয়তো অন্য কোন ভাবে ঋণগ্রস্থ, চিকিৎসা বাবদ বা অন্য কোনো কারণে হয়তো তাকে ঋণ করতে হয়েছে। এক্ষেত্রে সে কিন্তু যাকাত পাওয়ার যোগ্য।
কাজেই যাকাত দেওয়ার ব্যাপারে আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। এক্ষেত্রে আপনি অভিজ্ঞ এবং জ্ঞানী লোকদের পরামর্শ নিতে পারেন। আমি এমন অনেককে দেখেছি তারা যাকাত দিতে গেলে বেশি কৃপণ হয়ে যায়, আবার এমন অনেকেও দেখেছি যারা কোন রকম খোঁজ খবর না করেই যাকাত দেয়। আবার অনেক সময় মানুষ তাদের নিকট আত্মীয়দেরও যাকাত দেয়, যদিও তাদের আর্থিক অবস্থা স্বচ্ছল। আবার কেউ কেউ তাদের সন্তানদের যাকাত দেয়, যারা নিজেদের ভরণ পোষণে সক্ষম।
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সঠিক প্রজ্ঞা দান করেন এবং আমাদের যাকাতকে কবুল করেন। যাকাত ইসলামের অন্যতম একটি স্তম্ভ, তাই যাকাত দেওয়ার আগে আপনি যাকাতের হুকুম আহকাম সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
যাকাত
পর্ব: ৮
মূল: শাইখ ওয়ালীদ বাসাইউনি