কমন মিস্টেকস ইন রামাদান – আযানের পুনরাবৃত্তি
আজ আমি রমজান মাসে মানুষের যে ভুলটির প্রতি আলোকপাত করবো তা হল, যখন আমরা মসজিদে যাই, বা কমিউনিটির সবার সাথে কোন ইফতার পার্টিতে ইফতার করি, তখন লক্ষ করলে দেখবেন অনেকেই মাগরিবের আজান হলে মুয়াজ্জিনের সাথে আযানের পুনরাবৃত্তি করে না। এভাবে তারা এই বিশেষ সুযোগটি থেকে বঞ্চিত হয় সেই সময় খাওয়া, দূ’আ করা এবং গল্প গুজবে ব্যস্ত থাকার কারণে।
সুন্নত হল মাগরিবের আজান হলে মুয়াজ্জিনের সাথে সাথে তা পুনরাবৃত্তি করা। প্রকৃতপক্ষে এটাও একটা দু’আ। আর আজান শেষ হওয়ার সাথে সাথেও একটা দু’আ আছে।
اللَّهُم ربِّ هذه الدَّعْوَة التَّامة، والصَّلاة القَائمة، آتِ مُحَمَّدًا الوَسِيلَةِ وَالفَضِيلة، وابْعَثْه مَقَامًا مَحْمُودًا الَّذي وعَدْتَه
উচ্চারণ : ‘আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ্ দাওয়াতিত তাম্মাতি ওয়াছ স্বালাতিল ক্বায়িমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াবাআছহু মাক্বামাম্ মাহমুদানিল্লাজি ওয়া আত্তাহ।‘
অর্থ : ‘হে আল্লাহ! এই পরিপূর্ণ আহবান ও আসন্ন সালাতের তুমি মালিক। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওয়াসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন। এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত কর, যার ওয়াদা তুমি করেছ।
কাজেই মাগরিবের আযানের সময় সতর্ক থাকুন আপনি যেন এই সুযোগটি থেকে বঞ্চিত না হন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুয়াজ্জিনের আজানের ধ্বনির শেষ সীমা পর্যন্ত সজীব ও নির্জীব সব বস্তু তার জন্য ক্ষমা প্রার্থনা করে ও সাক্ষ্য প্রদান করে। ওই আজান শুনে যে ব্যক্তি নামাজে যোগ দিবেন, সে ২৫ নামাজের সমপরিমাণ সাওয়াব পাবেন। মুয়াজ্জিনও ওই মুসল্লির সমপরিমাণ সাওয়াব পাবেন এবং তার দুই আজানের মধ্যবর্তী সব ছোট গোনাহ মাফ করা হবে।’
[মুসনাদে আহমদ, মিশকাত]
সাহাবায়ে কেরামদের মধ্যে এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ ! মুয়াজ্জিনরা তো আমাদের উপর ফজিলত প্রাপ্ত হচ্ছে (আমাদের চেয়ে বেশি সওয়াবের অধিকারী হচ্ছে)। আমরা কিভাবে তাদের সমান সওয়াব পাব? তিনি বলেন, মুয়াজ্জিনরা যেরুপ বলে, তুমিও তদ্রুপ বলবে। অত:পর যখন আজান শেষ করবে, তখন আল্লাহর নিকট প্রার্থনা করলে তুমিও তদ্রুপ সওয়াব প্রাপ্ত হবে। [সহীহ আবু দাউদ] অর্থাৎ একজন মুয়াজ্জিন আযান দিয়ে যে সাওয়াব অর্জন করেন, যারা জবাব দিবে তারাও মুয়াজ্জিনের সমপরিমাণ সাওয়াব অর্জন করতে পারবে।
কাজেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন মুয়াজ্জিনের সাথে সাথে আযানের পুনরাবৃত্তি না করলে আপনি কত বড় একটি সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। মসজিদে আযান শুনলে, এমনকি যদি আপনি বাড়িতে ইফতার করেন এবং ইফতারের পূর্বে আপনার বাড়িতেও কেউ আজান দেয়, তার সাথে সাথে পুনরাবৃত্তি করুন, এটাই সুন্নত। এটা ইবাদতের এবং দু’আর একটি মহৎ রূপ। আল্লাহ সুবাহানাহু ওয়া তা’য়ালা যেন আমাদের সবার কাছ থেকে কবুল করে নেন।
আযানের পুনরাবৃত্তি
পর্ব: ৪
মূল: শাইখ ওয়ালীদ বাসাইউনি