বেশ কিছুদিন ধরে অনেকের চোখ ওঠা রোগ আক্রান্ত হচ্ছেন, অনেকটা মহামারির মত হয়ে গেছে ব্যাপারটি। এ ব্যাপারে শরিয়া চিকিৎসা কি? শরিয়াতের সচেতনামূলক কোন পরামর্শ দিবেন কী?
ইতোমধ্যে আমরা দেখেছি এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সেক্টর থেকে আপনার সতর্ক করা হয়েছে, এবং সেইসাথে এও বলা হয়েছে যে এটি নিয়ে আতঙ্কের কোন কারণ নেই, চোখ ওঠার এটি দুই/তিনের মধ্যে ঠিক হয়ে যাবে সব মানুষের, আমার নিজেরও উঠেছে আমি ঠিক হয়ে গেছে। এক্ষেত্রে তারা সচেতনতা অংশ হিসেবে যেটা করতে পারেন তাহল যাতে করে পরিবারের অন্যদের মধ্যে জীবাণু না ছড়ায় এর জন্য চোখে যতা সম্বভ হাত না দেওয়া, দিলেও সেটা ধোয়ার ব্যবস্থা করা। রুমাল,টিস্যু ইত্যাদি ব্যবহার করে সেগুলো ফেলে দেয়া।
এছাড়া কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনার নির্দিষ্ট করে চোখ ওঠার জন্য দোয়া না থাকলেও চোখের রোগ থেকে বাঁচার জন্য, চোখে যাতে কোন অসুবিধা না হয় চোখে যেন সারাজীবন দেখে যেতে পারে সে জন্য দোয়া আছে।