Q/A

কোন পুরুষ কি তার ছেলের শাশুড়িকে বিয়ে করতে পারবে কিনা

হ্যাঁ, তাদের মধ্যে বিবাহ বৈধ বা সহীহ হবে, ছেলের শাশুড়িকে বিয়ে করা জায়েজ। কারণ তারা একে অপরের মাহরাম নয়। কেননা, কোরআন শরীফের সুরা নিসার ২৩ নাম্বার আয়াতের যে চৌদ্দ শ্রেণীর নারীদের বিয়ে নিষিদ্ধ করা হয়েছে, ছেলের শাশুড়ি তাদের মধ্যে নেই। তাই ছেলের শাশুড়িকে বিয়ে করা জায়েজ। তবে মহিলাটি তালাক প্রাপ্তা বা বিধবা হতে হবে।

وَقَالَ عَطَاءٌ أُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَوَاتِ الْمَحَارِمِ مِنْ أَقَارِبِكُمْ (احكام القرآن للجصاص، سورة النساء، رقم الآيات-24، باب المهور-2/139

وَلَا بَأْسَ أَنْ يَتَزَوَّجَ الرَّجُلُ امْرَأَةً وَيَتَزَوَّجَ ابْنُهُ أُمَّهَا أَوْ بِنْتَهَا؛ لِأَنَّهُ لَا مَانِعَ، وَقَدْ تَزَوَّجَ مُحَمَّدُ بْنُ الْحَنَفِيَّةِ امْرَأَةً وَزَوَّجَ ابْنَهُ بِنْتَهَا (البحر الرائق، كتاب النكاح، فصل فى المحرمات-3/105، فتح القدير-2/364

والله اعلم بالصواب

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture