ছেলের নাম সম্রাট রাখা যাবে কি
ছেলের নাম ‘সম্রাট’ রাখা এবং নাম রাখার কতিপয় ইসলামি আদব।
সম্রাট মানে রাজা/বাদশাহ। ইসলামের দৃষ্টিতে এ নাম রাখায় কোনও আপত্তি নাই।
মহান আল্লাহ মিসরের শাসককে ‘রাজা/বাদশাহ’ বলে অভিহিত করেছেন। যেমন: আল্লাহ তাআলা বলেন:
وَقَالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ
“আর বাদশাহ বলল: তাকে (ইউসুফ আ. কে) আমার কাছে নিয়ে এসো।”
(সূরা ইউসুফ: ৫৪)
এভাবে ভালো অর্থ বোধক অথবা যে নামে শরিয়া ও আকিদা বিরোধী কিছু নাই সেগুলো রাখতেও কোন সমস্যা নেই। কিন্তু যে সকল নাম আকিদা বিরোধী অর্থ প্রকাশ করে অথবা অন্য কোন ধর্ম, দেবদেবী বা খারাপ লোকদের প্রতি ভালবাসার প্রমাণ বহন করে করে সেগুলো রাখা জায়েজ নাই। যেমন: হিন্দুদের বিভিন্ন মূর্তি বা দেবতার নাম, অমুসলিম অথবা মুসলিম নামধারী ফসেক নায়ক-নায়িকাদের নাম, কাফিরদের জন্য নির্ধারিত নাম, খারাপ অর্থ প্রকাশক নাম ইত্যাদি।
নাম রাখার ক্ষেত্রে উত্তম হল, নবী-রাসূল, সাহাবী, তাবেঈ প্রমুখদের নাম অথবা সুন্দর অর্থবোধক আরবি নাম রাখা- যেন প্রথমে নাম শুনেই ‘মুসলিম’ হওয়ার ব্যাপারে ধারণা পাওয়া যায়। কিন্তু বাংলা নাম রাখলে তা বোঝা দুষ্কর। কারণ অমুসলিমরাও বাংলা নাম রাখে। তখন নাম শুনে বোঝার উপায় থাকে না কে মুসলিম আর কে অমুসলিম। আবার ধর্ম সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞেস করাও অনেক সময় বিব্রতকর।
তাই এ বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার স্বার্থে মুসলিমদের এমন নাম রাখা কর্তব্য যে, যেন সহজেই তাকে অমুসলিম থেকে পার্থক্য করা যায়। কারণ ধর্মের পরিচয়ের সাথে অনেক বিধিবিধান সম্পর্কিত রয়েছে।
আল্লাহু আলাম।