আপনার টাকা দিয়ে / ছেলের জমানো টাকা দিয়ে জমি কিনেছেন বাবার নামে। এখন ভাগ ভাই বোন চায়। আইনত ভাগ ভাই বোন পাবে, যেহেতু জমি বাবার নামে আছে তাঁর জন্য। কিন্তু শরীয়তের দৃষ্টিকোন থেকে বাবার নামে শুধু রেখেছে, সেফটির জন্য কিংবা ছেলে বিদেশ ছিল, শুধু বাবার নামে রেখেছে যদি এমন হয় অন্য ভাইবোন রা সেটা দাবি করতে পারবে না। কারণ এই জমিটা কিনেছে যার টাকা দিয়ে তিনি হলেন ভাই এটা বাবার টাকা নয়। অতএব মালিক হল ভাই। তাঁর টাকা দিয়ে ক্রয় কৃত জমি ভাগ সবাই বসাতে পারবে না।