ছারপোকার রক্তমাখা জামা পরে কি নামায হবে

আমাদের হোস্টেলে ছারপোকার উপদ্রব অনেক বেশি যা বলার বাহিরে। একদিন ফজরের নামাজ পড়ি একটি জামা পরে তারপর সকালে বিভিন্ন স্থানে জামায় পোকার রক্ত দেখেছি। আমার ফজরের নামায কি রক্তমাখা কাপড় পরিধান করে শুদ্ধ হয়?

ছারপোকার রক্ত নাপাক নয়। কারণ এতে রক্ত প্রবাহিত হয় না। তাই ওই পোশাক পরে আপনার নামায আদায় হয়ে গেছে। অবশ্য নাপাক না হলেও যেহেতু নোংরা তাই সম্ভব হলে নামায পড়ার আগে ধৌত করা উত্তম।

কিতাবুল আছল ১/৫৪; আলমাবসূত, সারাখসী ১/৮৬; বাদায়েউস সানায়ে ১/১৯৫; আলমুহীতুল বুরহানী ১/৩৬৭; রদ্দুল মুহতার ১/৩২০

Exit mobile version