Abdullahil HadiQ/A
চাচি-মামি দূর সম্পর্কের চাচি-মামি (আন্টি) কে বিয়ে করা যাবে
নিজের চাচি-মামি বা দূর সম্পর্কের চাচি-মামি (আন্টি) কে বিয়ে করা যাবে?
আপন চাচার স্ত্রী (চাচি) এবং মামার স্ত্রী (মামি) আপনার জন্য মাহরাম নয়। অর্থাৎ চাচা/মামা যদি মারা যায় বা তাদেরকে তালাক দেয় তাহলে উক্ত চাচি/মামিকে বিয়ে করা জায়েজ। সুতরাং সর্বাবস্থায় চাচি ও মামির সাথে পর্দা রক্ষা করা ফরজ।
আর দূর সম্পর্কের চাচি/মামি তো প্রশ্নাতীত ভাবেই মাহরাম নয়। কারণ এরা কেউই সুরা নিসা-এর ২৩ নম্বর আয়াতে বর্ণিত যে সকল মহিলাদেরকে বিয়ে করা হারাম তাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং তাদেরকে শরিয়ত সম্মত পদ্ধতিতে বিয়ে করতে কোন বাধা নেই।
সুতরাং আপনার আপন চাচি, মামি বা দূর সম্পর্কীয় আন্টিকে যদি তার স্বামী তালাক দেয় অথবা তার স্বামী মারা যায় তাহলে আপনি চাইলে তাকে ইদ্দত পালনের পর ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করতে পারেন।
আল্লাহু আলম।