চাচির সাথে দেখা করা জায়েজ আছে কি
ভাতিজার সাথে চাচি দেখা দিতে পারবে কিনা। ভাতিজার সাথে চাচী দেখা দিতে পারবে না, চাচির সাথে পর্দা করতে হবে। কারণ হলো চাচি মাহরাম না, চাচী গায়রে মাহরাম। চাচা যদি মারা যান অথবা চাচা যদি চাচীকে তালাক দেন, তাহলে ভাতিজা চাইলে ভদ্র মহিলার ইদ্দত পালন করার পর, কোন সময় বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবে।
যার সাথে বিয়ে করার সুযোগ আছে সে হলো গায়রে মাহরাম। তার সাথে অবশ্যই পর্দা মেনটেন্স করতে হবে।
যার সাথে বিয়ের কোন সুযোগ নাই নিজের আপন মা বোন মেয়ে তাদের সাথে কোন পর্দা নাই। কারণ আলহামদুলিল্লাহ এখানে কোন রিস্ক নেই।
যাকে বিয়ে করার সুযোগ আছে মনে তাকে নিয়ে বাজে চিন্তা করার আশঙ্কা অনেক বেশি থাকে। এজন্য চাচীর সাথে পর্দা করতে হবে, মামির সাথে পর্দা করতে হবে। এ মানুষগুলোর সাথে আমরা অনেকেই পর্দা করি না।
অনেক নামাজ কালাম পড়া মানুষ গিয়ে চাচীর সাথে, মামির সাথে, বেয়াইনের সাথে, তালাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, এদের সাথে পর্দা করে না এগুলোর মধ্যে বিপদগুলো বেশি হয়।
অনেক বাবা মা টেরও পায়, তলে তলে সন্তান ধ্বংস হয়ে যায়। এজন্য এ জায়গায় আরো খুব শক্তভাবে পর্দা করতে হবে।