কোরআন স্পর্শ করে তিলাওয়াত, হজ-ওমরার তাওয়াফ করতে পবিত্রতা অর্জনের জন্য বৃষ্টির পানি ব্যবহার করা যাবে। তবে বৃষ্টির পানিতে বাহির থেকে অপবিত্র কিছু পড়লে এবং এর কারণে পানির রঙ, গন্ধ, স্বাদ পরিবর্তন হয়ে গেলে তা দিয়ে আর পবিত্রতা অর্জন করা যাবে না।
বৃষ্টির পানিতে যদি কোন ধরনের নাপাকি না লাগে তাহলে বৃষ্টির পানি দ্বারা নিঃসন্দেহে অজু করা জায়েজ হবে।
আল্লাহ তায়ালা বলেন,
‘আমি আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষণ করি।’
(সুরা : ফুরকান: ৪৮)