বৃহস্পতিবার কেউ মারা গেলে কবরের আযাব মাফ হয়, এ কথাটি সত্য কিনা জানতে চাই।
বৃহস্পতিবার রাতে মারা গেলে কি জান্নাত পাওয়া যাবে?
বৃহস্পতিবার কেউ মারা গেলে তার কবরের আযাব মওকুফ হয় এমন কোনো সহীহ রেওয়ায়েত আমাদের জানা নেই। এটি একটি ভ্রান্ত বা অদৃশ্য বিষয়। তাই হাদীস ছাড়া দলীল ছাড়া বলার সুযোগ নেই। তবে কারো মৃত্যুর সময় যদি বৃহস্পতিবার কোন বিশেষ নেক আমলের সাথে থাকে, যার ফযীলত সম্পর্কে হাদীসে বর্ণিত আছে, যেমন তার শেষ বাক্য “লা ইলাহা ইল্লাল্লাহ” তাহলে সে নাজাত পাবে ইনশাআল্লাহ।
শুক্রবার তথা জুমার দিনে মৃত্যুবরণ করলে তার সম্পর্কে বিশেষ ফজিলত রয়েছে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالاَ حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ رَبِيعَةَ بْنِ سَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلاَّ وَقَاهُ اللَّهُ فِتْنَةَ الْقَبْرِ ” . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ . رَبِيعَةُ بْنُ سَيْفٍ إِنَّمَا يَرْوِي عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَلاَ نَعْرِفُ لِرَبِيعَةَ بْنِ سَيْفٍ سَمَاعًا مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .
আবদুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ জুমু‘আর দিনে অথবা জুমু‘আর রাতে কোন মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে কবরের শাস্তি হতে আল্লাহ তাকে রক্ষা করেন।
[জামে’ আত-তিরমিজীঃ১০৭৪]
وكذلك الموت أيام العيدين والخميس لم نقف على فضل يخصها إلا إذا كان هناك سببا آخر كمن مات على عمل صالح أو كان آخر كلامه لاإله إلا الله ..
والله اعلم بالصواب