বর্তমান সময়ের রেগ ডে Rag Day

সোশাল মিডিয়ায় Rag Day ছবি গুলো দেখলে কিছু বিষাক্ত সময়ের কথা মনে পড়ে যায়। স্কুলের শেষ দিন প্রায় ঘনিয়ে আসছিল। সবাই মাথায় একটা প্লানিং নিয়ে ঘুরপাক খাচ্ছিলো Rag Day কীভাবে ঝাঁক জমক করা যায়। সবার একেক পরামর্শ বিশাল এক কনসার্টের আয়োজন করা হোক। রং, ট্রি শার্ট, কন্সার্ট, ডি জে পার্টি, সব শেষে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া। এরই সাথে স্পেশাল আকর্ষণ থাকছে জুনায়েদ ইভান। সবাই খুবই উত্তেজনায় মধ্যে। সবমিলিয়ে যখন সিদ্ধান্তের পালা দুজন সহপাঠী বলতে লাগলো ভাই এসব তো ইসলামে হারাম, এসব করা ঠিক হবে না।

এদের এমন backdated কথা শুনে মাথাটা পুরো আগুন হয়ে গিয়েছিল। মনে মনে বলতে লাগলাম কেমন একটা আনন্দময় সময়ে কি সব বাজে boring কথাবার্তা বলে। In what era do they live?
Still lives with the old culture. অবশ্যই সবাই তাদের এসময়ে বলে দিছে, তোদের ভালো না লাগলে আসিছ না তবে ফতোয়া দেওয়া যাবে না। তাদের মলিন চেহারা দেখে আবার খারাপও লেগেছিল এই ভেবে কেমন জীবন কাটাচ্ছে তারা নেই জীবনে কোন আনন্দ উল্লাস।

যেদিন Rag Day পরিপাক হয়ে ছুটে আসা স্কুলে। কত আয়োজন ছিল সেদিনের জন্য। সবাই ছুটাছুটি করছে আয়োজন গুলো যেন কোন বিফলে না যায়। কন্সার্ট স্টেজ, ডি জে ম্যান, বেলুনের কাট সাজি সবই নিখুঁত ভাবে হচ্ছিল। শুরু হয়ে গেল আনন্দ উল্লাস। ডি জে সাউন্ডে সবাই মাতোয়ারা, কন্সার্টের গানে পাগলপারা, রং ছুটাছুটি, ছেলে মেয়ে নেই কোন ডিস্টেন্স, যুক্ত হয়েছে টিচার, গার্ডিয়ানরাও।

এমন প্রতিচ্ছবি নিয়ে আজ ভাবছি কোথায় নেমে গেলাম আমরা। এই সমাজের নতুন আগত কালচারের সাথে সমঝোতা বজায় রেখে জীবন কাটাচ্ছে তারা কি মুসলিম নয়?
মুসলিম হলে কি করে এমন অসভ্যতাকে Update Culture ভাবতে পারি। যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবই হচ্ছে স্পর্শ হারাম, সেটা কি করে মুসলিমের Culture হয়?

আর যিনার ধারের-কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।
( বনি ইসরাইল - ৩২)

যেখানে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা বলছেন যিনার ধারেকাছেও না যাইতে সেখানে আমরা নারী পুরুষ এক সাথে নাচগানে লিপ্ত।

আমার এখনো সেই দিনের কথা পরিপূর্ণ মনে আছে। শিক্ষকেরা কত উৎসাহিত করছিলো একাজে উদ্ভুত করতে। বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আজও যদি জেনারেল লাইনের দিকে একটু তাকান তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে তারা এই অপসংস্কৃতি গুলো অঘ্রাত অবস্থায় গ্রহণ করছে। তারা জানেনও না একাজে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা কত অসন্তুষ্টি হয়। শাস্তির বিষয়েও ধারণা নেই।

তাহলে একবার ভাবুন তারা কি করে এসব থেকে মুক্ত থাকবে! কিসের লোভে ছাড়বে তারা আনন্দিত দিন গুলো?

লিখেছেন

আলী আকবর

হে আল্লাহ সেই সম্মানোত্তরে অন্তর্ভুক্ত করে দাও যে সম্মান তুমি দিয়েছ তোমার প্রিয় মুমিনদের

All Posts

হে আল্লাহ সেই সম্মানোত্তরে অন্তর্ভুক্ত করে দাও যে সম্মান তুমি দিয়েছ তোমার প্রিয় মুমিনদের

Exit mobile version