Q/A
বড় ভাইকে কি যাকাত এর সম্পদ দেয়া যাবে কি
আমার বড় ভাইয়ের আর্থিক অবস্থা খুবই খারাপ। সে যাকাত পাওয়ার যোগ্য। যাকাতের সম্পূর্ণ সম্পদ তাকে দিতে চাই। অন্যদিকে যাকাতের সম্পদ দিতেও অনেক বেশী লজ্জিত।
আমি জানতে চাই, যাকাত আদায়ের উদ্দেশ্যে তাকে যাকাতের টাকা উপহার হিসেবে দেওয়া কি জায়েজ হবে বা আমার যাকাত কি আদায় হবে।
হ্যাঁ, যেহেতু আপনার বড় ভাই যাকাত পাওয়ার যোগ্য, সেহেতু যদি আপনি তাকে যাকাতের উদ্দেশ্যে যাকাতের টাকা দান করেন বা হাদিয়া প্রদান করেন তাহলেও যাকাত আদায় হবে।
-ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৮; ফাতহুল কাদীর ২/২০৯; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৮৬; আলবাহরুর রায়েক ২/২১২; মাজমাউল আনহুর ১/২৯০