Q/A
বন্যার্তদের কে কি জাকাতের টাকা দেয়া যাবে?
বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকেই জাকাতের টাকা দেওয়া যাবে না।
কেননা জাকাতের টাকার হকদার হলো গড়িব অসহায় এতিম ইত্যাদি। ধনি ব্যাক্তিদের কে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না।
প্রিয় ভাই, বন্যায় প্লাবিত মানুষদের মধ্যে ধনী গরীব সকল শ্রেণীর মানুষ রয়েছে।
অতএব বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা শুধুমাত্র জাকাত গ্ৰহনের উপযুক্ত তাদেরকেই জাকাতের টাকায় ত্রান প্রদান করা যাবে ।
আর যারা জাকাত খাওয়ার উপযুক্ত না তাদের কে জাকাতের টাকায় ত্রান দেওয়া যাবে না।
(সুরা তাওবা : আয়াত ৬০)