Q/A

বন্যার কারণে পানির নিচে মসজিদ জুমআর নামাযের হুকুম কি

বন্যার কারণে রাস্তা পানির নিচে এখন জুমআর নামাযের হুকুম কি? মসজিদে যাওয়া সম্ভব হচ্ছে না।

রুকু সেজদা দিয়ে নামায পড়ার মত স্থান থাকা অবস্থায় বন্যাকালীন সময়ে মসজিদে এসে পানিতে ইশারা করে নামায আদায় করলে নামায শুদ্ধ হবে না।

তাই মসজিদ পানিতে পূর্ণ হয়ে গেলে আশপাশের কোথাও পানিহীন স্থানে রুকু সেজদাসহ নামায আদায় করে নিবে।
মসজিদে আসার ইচ্ছে থাকা অবস্থায় এভাবে নামায আদায় করলেও ইনশাআল্লাহ মসজিদে আসার সওয়াব থেকে মাহরূম হবে না।
وإذا انقطع عن الجماعة، لعذر من اعذار المبيحة للتخلف يحصل له ثوابها (نور الإيضاح، كتاب الصلاة، باب الجماعة-78)
“وإذا انقطع عن الجماعة لعذر من أعذارها المبيحة للتخلف” وكانت نيته حضورها لولا العذر الحاصل “يحصل له ثوابها” لقوله صلى الله عليه وسلم: “إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى” (حاشية الطحطاوى على مراقى الفلاح-299، رد المحتار، زكريا-2\292، كرتاشى-1\554-555، الموسوعة الفقهية الكويتية-42\63

লিখেছেন

Picture of আমির হামজা সিদ্দিক​

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture