Bondhu By Gazi Anas Rawshan Bangla Gojol Lyrics

বন্ধু নিয়ে ইসলামিক সুন্দর একটি বাংলা গজল যা গেয়েছেন গাজী আনাস রওশন,
Title : বন্ধু | Friends
Artist : @GaziAnasRawshan & @SM Moin
Lyrics & Tune : SM Moin
Sound Design : Salman Sadik Saif
Audio & Video : Heaven Tune
Producer : @GaziAnasRawshan
এই পৃথিবীতে ভালোবাসি বন্ধু তোমায়
আল্লাহর রাজি খুশি পাবার আশায়
যদি অভিমানে ডুবে যায় অন্ধকারে
আলোতে ফিরিয়ে নিও বন্ধু আমায়
যদি চলে যাই এ ধরার মায়া ছেড়ে
জান্নাতে পাই যেন বন্ধু তোমায় ||
মান আহাব্বা লিল্লাহি, ওয়া আবগধা লিল্লাহি
ওয়া আতা লিল্লাহি, ওয়া মানায়া লিল্লাহি
ফা কা দিস তাকমালাল ঈমান
সৎ পথে চলি যেন আলোর পথে
বিভীষিকা এসে যেন বাসা না বাঁধে
সমাজের মরিচিকা ধুয়ে মুছে
সুস্থতা আনবো ভালোবেসে
আল কোরআনের পথে হাদিসের নিয়ে সাথে
ও আল কোরআনের পথে হাদিসের নিয়ে সাথে একসাথে লড়ে যাব সুস্থ সেবায়
যদি চলে যাই এ ধরার মায়া ছেড়ে
জান্নাতে পাই যেন বন্ধু তোমায়
জান্নাতে পাই যেন বন্ধু তোমায়
যদি কঠোর হয়েও আমি পথ ভুলে যাই
আমাকে বুঝিয়ে বলো ভুলো না আমায়
যদি কঠোর হয়েও আমি পথ ভুলে যাই
আমাকে বুঝিয়ে বলো ভুলো না আমায়
আমি তুমি থাকবো না চিরদিন ভবে
সবাইকে একদিন চলে যেতে হবে
ও দুদিনের পৃথিবীটা শুধু খেলাঘর
মরণ আসলে তুমি হয়ে যাবে পর
যতদিন বেঁচে রবে প্রভুর গোলাম হবে
ও যতদিন বেঁচে রবে প্রভুর গোলাম হবে
ওপারের রোজগারে দিব যে সময়
যদি চলে যায় এ ধরার মায়া ছেড়ে
জান্নাতে পাই যেন বন্ধু তোমায়
জান্নাতে পাই যেন বন্ধু তোমায়
এই পৃথিবীতে ভালোবাসি বন্ধু তোমায়
আল্লাহর রাজি খুশি পাবার আশায়
এই পৃথিবীতে ভালোবাসি বন্ধু তোমায়
আল্লাহর রাজি খুশি পাবার আশায়
যদি অভিমানে ডুবে যায় অন্ধকারে
আলোতে ফিরিয়ে নিও বন্ধু আমায়
যদি চলে যায় এ ধরার মায়া ছেড়ে
জান্নাতে পাই যেন বন্ধু তোমায়
যদি চলে যায় এ ধরার মায়া ছেড়ে
জান্নাতে পাই যেন বন্ধু
তোমায় জান্নাতে পাই যেন বন্ধু তোমায়
জান্নাতে পাই যেন বন্ধু তোমায়
জান্নাতে পাই যেন বন্ধু তোমায়