Q/A
বিবাহের খুতবা পড়ার হুকুম ও নিয়ম কি
বিবাহের আকদের আগে খুতবা পড়া মুস্তাহাব। খুতবা না পড়লেও শুধু সাক্ষীদের উপস্থিতিতে ইজাব-কবুলের মাধ্যমে বিবাহ সহীহ হয়ে যাবে।
-বাদায়েউস সানায়ে ২/৪৮৫; উমদাতুল কারী ২০/১৩৪; আলবাহরুর রায়েক ৩/৮১; আদ্দুররুল মুখতার ৩/৮; বাযলুল মাজহুদ ১০/১৪৬
আর এই খুতবা দেওয়ার নিয়ম হলো, এই খুতবা বিয়ের আকদের আগে দাঁড়িয়ে দেওয়া সুন্নত। তবে বসে দিলেও কোনো গুনাহ নেই। তাতে বিবাহের কোনো ক্ষতি হবে না। (জামেউল ফাতাওয়া,ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ) তবে অবশ্যই খুতবা আরবীতে দিতে হবে। পাত্রও দিতে পারে অন্য কেউও দিতে পারবে।