বারে বারে ভাবি একা – Bare Bare Vabi Eka
বারে বারে ভাবি একা বসে নিরালায় রে
পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে
সোনার মদিনায় রে
বুলবুলিরা কথা শোন উরে যাও কোথায় রে
আমার ছালাম পৌঁছে দিও নবীজির রওজায় রে
নবীজির রওজায় রে
বারে বারে ভাবি একা বসে নিরালায় রে
পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে
সোনার মদিনায় রে
রহম করো ওগো আল্লাহ, ওহে দয়াময় রে
চায়রে যে নবীর সাফায়ত, নবী মোস্তফায় রে
নবী মোস্তফায় রে
বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে
পাখি হলে উড়ে যেতাম, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে।
বাংলাদেশের যত উম্মত, এ দয়াটি চায় রে
দোয়া করো খোদার হাবিব, যেন নাজাত পায় রে, যেন নাজাত পায় রে।
বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে
পাখি হলে উড়ে যেতাম, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে।