বালাগাল উলা বে কামালিহী গজলটি গেয়েছেন আবু উবায়দা এবং আবু উবায়দার নতুন ইসলামি গজল।
Directed by H Al Haadi
Kalam: Sayed Tanvir Enayet
Melody & Composition: Abu Ubayda
Subtitle: Majharul Islam Marjan
Sound Design: Maruf Mohammad Jisan
Background Vocal: Masum Billah & Maruf Mohammad Jisan
Editor: Anas Ahmed
Management: Mahmudul Hasan
Mixing & Mastering: Qaseedah Studio
Supervised by: Abu Hurayra
বালাগাল উলা বি কামালিহি,
কাশাফাদ্দুজা বি জামালিহি,
হাসুনাত জামিয়ু খিসালিহি,
সাল্লু আলায়হে ওয়া আলিহি…
সাল্লি আলা নাবী সাইয়্যিদিনা -৪
তোমার হাঁটার পরে আমি উড়ি ধুলা -২
আমার হৃদয়ে বাজে বালাগাল উলা -২
তোমার মহিমা গায় হাওয়া মিহি মিহি -২
আমার হৃদয়ে বাজে বিকামালিহি -২
বালাগাল উলা বি কামালিহি,
কাশাফাদ্দুজা বি জামালিহি,
হাসুনাত জামিয়ু খিসালিহি,
সাল্লু আলায়হে ওয়া আলিহি…
তোমার সুরুর
তোমার সুরুর মেখে দিল আফরোজা -২
আমার হৃদয়ে বাজে কাশাফাদ্দুজা -২
তোমার হুসুন খোদ সাজিয়েছে বিহি -২
আমার হৃদয়ে বাজে বিজামালিহি -২
তুমি এসেছিলে তাই সেজেছিল গুল
হেসেছিলে তাই ফুটেছিল ফুল
বেসেছিলে ভালো ভেঙে ছিল ভুল
টেনে ছিলে কাছে মনে ছিল দোল -২
এসেছিলে তাই থেমেছিল বাদ
নেমেছিল আলো দূরে ছিল রাত -২
ভুলে ছিলো কত উচু নিচু জাত
গেয়েছিল সবে আগমনী নাত
তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা
ওজাবাশ শুক’রু আলাইনা
মা দা আ লিল্লাহি দা
দেখো ঘ্রাণে ঘ্রাণে এত ফুলগুলি
শুনো গানে গানে কত বুলবুলি
ঢেলে হৃদয়ের যত প্রেম আহ্লাদ
তোমাকে জানাই নবি খোশ আমদাদ -৩
দেখো গেয়ে গেয়ে দুরুদ দিল রহম
শুনো বিরহতে বাড়ে দিল যখম
চাই বেহুশি থেকে দিল মুক্তি পাক
ছুটি বেকারার হয়ে দূর রওজা পাক
বালাগাল উলা বি কামালিহি,
কাশাফাদ্দুজা বি জামালিহি,
হাসুনাত জামিয়ু খিসালিহি,
সাল্লু আলায়হে ওয়া আলিহি…
তোমার সিরাত মহা কোরআনের ওহি -২
হাসুনাত জামিয়ু খিসালিহি -২
মনে যদি প্রেম দাও গভীর
মুখে যদি ভাষা দাও কবির প্রভু
মনে যদি প্রেম দাও গভীর
মুখে যদি ভাষা দাও কবির
সবটুকু সঁপে দিয়ে হে প্রিয় রাসুল -২
তোমার চরণে দেবো কবিতার ফুল -৪
সাল্লি আলা নাবী সাইয়্যিদিনা -৪