সন্তানকে পরিষ্কার করার সময় মল-মূত্র লাগে তাহলে কি ওজু নষ্ট হয়ে যাবে

শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্নতা করার সময় যদি হাতে মল-মূত্র লাগে বা তার লজ্জাস্থানে হাত লাগে তাহলে কি ওজু নষ্ট হয়ে যাবে?
শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় যদি তার পেশাব-পায়খানায় হাতে লাগে তাহলে ওজু নষ্ট হবে না। শরীরে নাপাকি লাগলে তাতে পবিত্রতা নষ্ট হয় না। সালাতের পূর্বে তা ভালোভাবে ধুয়ে নেওয়াই যথেষ্ট।

তবে শিশুর লজ্জাস্থান স্পর্শ করলে ওজু নষ্ট হবে কি না এ বিষয়ে দ্বিমত রয়েছে।
এ ব্যাপারে সউদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদকে জিজ্ঞেস করা হলে তারা বলেন,
“কোন কিছুর আড়/প্রতিবন্ধক ছাড়া যদি সরাসরি লজ্জাস্থানে হাত লাগে তাহলে ওজু নষ্ট হয়ে যাবে। চাই তা বড় মানুষের হোক বা শিশুর হোক। কেননা, সহীহ হাদীসে এসেছে:
من مس فرجه فليتوضأ
“যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করল সে যেন ওজু করে নেয়।” নিজের লজ্জাস্থান স্পর্শ করার বিধান অন্যের লজ্জাস্থান স্পর্শ করার মতই।
[ফতোয়া লাজনাহ দায়েমা, ২/২৬৫]

এ মর্মে আরও একাধিক হাদীস বর্ণিত হয়েছে।

তবে অন্য একদল আলেম (যেমন: ইবনে উসাইমিন রহ.) বলেন, কেউ যদি উত্তেজনা বশত: লজ্জাস্থান স্পর্শ করে তাহলেই কেবল ওজু নষ্ট হবে; অন্যথায় নয়। কিন্তু শিশুর পরিচ্ছন্নতার সময় যেহেতু এমন মনোভাব থাকে না তাই তাতে ওজু নষ্ট হবে না।
যাহোক, এমতাবস্থায় পুনরায় ওজু করাই অধিক নিরাপদ।
আল্লাহু আলাম।

Exit mobile version