আত্মীয়দের মাঝে যেমন ভাই, বোন, শুশুর ও শাশুড়িকে যাকাত দেওয়া যাবে কি?
যাদের সাথে দাতার সম্পর্ক জন্মগতভাবে, যেমন পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী ইত্যাদি এবং যারা জন্মসূত্রে দাতার সাথে সম্পর্কযুক্ত যেমন ছেলে-মেয়ে, নাতি-নাতনি ইত্যাদি তাদের যাকাত-ফিতরা দেওয়া যাবে না। অনুরূপভাবে একজন স্বামী তার স্ত্রীকে যাকাত-ফিতর দিতে পারবে না এবং স্ত্রী তার স্বামীকেও দিতে পারবে না।
এছাড়া অন্যান্য আত্মীয়-স্বজন যদি যাকাত পাওয়ার যোগ্য হয় তাহলে তাদেরও যাকাত দেওয়া যেতে পারে বরং দেওয়াই উত্তম। তাই আত্মীয়-স্বজন যেমন ভাই, বোন, ভাগ্নে, ভাগ্নি, চাচা, মামা, খালা ও ফুফুকে যাকাত দেওয়া যেতে পারে।
হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ ﷺ বলেনঃ-
إن الصدقة على المسكين صدقة وعلى ذي الرحم اثنتان صدقة وصلة
মিসকীনকে দান করার মধ্যে শুধু সাদ্কার সওয়াব রয়েছে আর আত্মীয়–স্বজনকে দান করার মধ্যে দুটি সওয়াব রয়েছে, দান করার সওয়াব এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব।
(মুসনাদে আহমাদ ১৫৭৯৪ সুনানে নাসাঈ ২৫৮২)
بدائع الصنائع
“و يجوز دفع الزكاة إلى من سوى الوالدين والمولودين من الأقارب ومن الإخوة والأخوات وغيرهم؛ لانقطاع منافع الأملاك بينهم.”
(كتاب الزكاة، فصل ركن الزكاة: 2/ 50، ط: دار الكتب العلمية)
“আত্মীয়-স্বজন, ভাই-বোন এবং অন্যান্যদের মধ্যে পিতা-মাতা এবং নবজাতক ছাড়া অন্য কাউকে যাকাত দেওয়া জায়েজ, কারণ তাদের মধ্যে সম্পত্তির সুবিধা বন্ধ হয়ে যায়।”
(জাকাত বই, রুকন আল-যাকাত অধ্যায়: 2/50, সংস্করণ: দার আল-কুতুব আল-ইলমিয়্যাহ)
প্রামাণ্য গ্রন্থাবলী –
মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭১৬০,৭১৬১,৭১৬৪,৭১৭১; মুসান্নাফে ইবনে আবী শায়বা ৬/৫৪২-৫৪৬
আল্লাহই ভাল জানেন