আমার বিশুদ্ধ প্রেম
“আমাকে যদি প্রশ্ন করা হয় তোমার হিদায়াতের উচিলা কি?
তাহলে আমি বিনাবাক্যে বলে দিবো যে নবীজির সিরাহ পাঠ। আমার বিয়েতে আমার একমাত্র ননদ আমাকে নবীজির সিরাহ হাদিয়া দিয়েছিলেন। তখনও আমি পুরোদস্তুর একজন দুনিয়াবি মানুষ ছিলাম। অপরাহ্ণের অবসাদ কেটে যেতো নবীজির সিরাহ পাঠ করে। হঠাৎ একদিন নিজের ভিতরে প্রবল ভালোবাসার অনুভূতি জেগে উঠল। আমি বুঝে গেলাম এই ভালোবাসাটা আমার মা বাবার জন্য না এমনকি আমার স্বামীর জন্যও না। তাহলে কার জন্য?
আমার রাসূল (সাঃ) এর জন্য! যিনি উনার সমস্ত উম্মতের জন্য এখনও দোয়া করে যাচ্ছেন। বারবার উনার রওজা মোবারক থেকে ডাকছেন,
‘ ও আমার উম্মতেরা! তোমাদের ফেরার সময় কি হয়নি এখনো? আমি যে তোমাদের পথভ্রষ্ঠতা সহ্য করতে পারিনা!’
মনের অজান্তেই বলে উঠলাম,
‘ হ্যাঁ আমি ফিরব। দুনিয়াতে নিজেকে একজন মুসাফির মনে করব ইংশাআল্লাহ।
জীবনে সবারই কম বেশি স্বপ্ন থাকে। সকলের মতো আমারও একটি স্বপ্ন আছে। জীবদ্দশায় রাসূল (সাঃ) কে এক পলক দেখে চোখ জুড়াতে না পারলেও পরকালে একদিন দেখব ইংশাআল্লাহ। আর এটাই আমার স্বপ্ন। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমায় নিরাশ করবেন না। উনার হাবিব রাসূল (সাঃ) দেখার তৌফিক উনি আমাকে একদিন দিবেন ইংশাআল্লাহ। “
আসরের আজানের শব্দে ডায়েরি লিখা বন্ধ করলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। জানালার কাছে গিয়ে জানালার কপাট খুলে দিতেই এক পশলা বৃষ্টি আমায় ভিজিয়ে দিলো। মুহূর্তেই প্রশান্তিতে আমার হৃদয়টা ছুয়ে গেলো। আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আর্জি জানালাম,
‘ দুনিয়াতে রাসূল (সাঃ) এর সাথে সাক্ষাৎের তৌফিক না দিলেও আখিরাতে অন্তত দিও গো প্রভু। তোমার হাবিব যে আমার বিশুদ্ধ প্রেম। ‘
বলতে বলতেই দু’ফোটা অশ্রু আমার গাল বেয়ে গড়িয়ে পড়ল।