Video
Allah Tumi Doyar Sagor – Islamic Bangla gozol Lyrics
![Allah Tumi Doyar Sagor - Islamic Bangla gozol Lyrics - Islami Lecture](/wp-content/uploads/2022/04/Allah-Tumi-Doyar-Sagor-Islamic-Bangla-gozol-Lyrics-Islami-Lecture.webp)
Song- Allah tumi doyar sagor Rahman o Rahim
আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহিম
Lyrics & tune: Khandakar Harunur Rashid
Artist: Shahabuddin Shihab
আল্লাহ তুমি দয়ার সাগর
রাহমানুর রাহীম
তোমার দয়ায় পূর্ণ আমার
সারা নিশী-দিন।
তুমি মিটাও সকল চাওয়া
দু’দিন আগে পরে,
তোমার কাছে সকল পাওয়া
সবই তোমার তরে।
তোমার পথে চললে সবাই
আসবে যে সুদিন।
তুমি পারো করতে মোচন
অভাব দুঃখী লোকের,
তুমি পরম মুক্তিদাতা
মালিক এ জগতের।
তোমার কাছে চাইযে পানাহ
আমরা প্রতিদিন।