Allah Allah Bolo gojol Lyrics
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে গজল লিরিক্স।
Song Title: Allah Bolo
Singer: Sayed Ahmad, Muhammad Badruzzaman, Abu Rayhan, Iqbal Mahmud, Mahfuzul Alam, Jahid Hasan & Others
Lyric: Saif Siraj
Tune: Muhammad Badruzzaman
Record Label: Holy Tune Studio
Sound Recordist: Mahfuzul Alam
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে ||
তাওহীদি বাণী রাখো বুকে বুকে |
তোমায় গড়ো তুমি ঈমানী চেতনায়
আবার ফিরে এসো ইনসাফী সাধনায়
অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে -|
পৃথিবীর পথে ছুটে চলো তুমি ,
সজীব করে দাও শুকনো ভূমি – |
জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়
সীরাত-এর পথে চলে যাও তুমি ঠিকানায়
বাঁধসব পারো তুমি দিতে রুখে
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে-|
‘তাওহীদি বাণী রাখো বুকে বুকে’-|
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে -|
‘আল্লাহু আল্লাহ বলে যাও দ্বিধাহীন,
আল্লাহ-র হুকুমে থাকো সারা দিন’ -|
আসমানী হুকুমাত করতে কায়েম ধরায়,
আবার তোমার হাত মগ্ন হোক সাধনায়
আসবে বিজয় রাখো সাহস বুকে
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে |
তাওহীদি বাণী রাখো বুকে বুকে |
তোমায় গড়ো তুমি ঈমানী চেতনায়
আবার ফিরে এসো ইনসাফী সাধনায়
অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে -|
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে