Abdul Hi Muhammad Saifullah Life History
আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ বায়োগ্রাফি, জীবন বৃত্তান্ত, পরিবার ও বিস্তারিত।
Table of Contents
জন্ম
আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ এর জন্ম ১৯৮৮ সালের ১লা মার্চ নওগা জেলার প্রানকেন্দ্র উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবু নছর মোঃ আকরাম হোসেন একজন মাদরাসার শিক্ষক।
শিক্ষাজীবন
তার প্রথম জীবনে আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ তার বাবা আবু নছর মোঃ আকরাম হোসেনের নিকট পড়াশোনা শুরু করেছিলেন। তারপর তিনি পিতার প্রতিষ্ঠান নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে লেখাপড়া শুরু করেন। দাখিল (এস এস সি) তে জি পি এ ৪.৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে ২০০২ সালে উত্তির্ণ হন। একই প্রতিষ্ঠান থেকে আলিম (এইচ এস সি) জি পি এ ৪.৪২ পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তির্ন হন ২০০৪ সালে। তারপর তিনি উচ্চ শিক্ষার জন্য নিজ জেলা ত্যাগ করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল হাদিস ও ইসলামিক স্ট্যাডিস বিভাগে ভর্তি হন। ৪ বছরের অনার্সে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন।
তিনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ)-এর একজন সরাসরি ছাত্র। একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির কাছ থেকে শ্রেষ্ট ছাত্র স্বর্ণপদক গ্রহন করেন। এরপর তিনি তুলনামূলক ধর্মের উপর এমফিল ডিগ্রী অর্জন করেন। এছাড়া এই গুনি আলোচক বাংলা, ইংরেজী আরবী ও উর্দু চারটি ভাষায় খুবই দক্ষ। তিনি ৩ বার তেলাওয়াতুল কুরআন প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্বে পি,এইচ,ডি গবেষণা রত। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ও ব্যাচেলর, ইন থিওলজি এন্ড ইসলামিক ষ্টাডিজ ডিগ্রী অর্জন করেন, প্রেসিডেন্সিয়াল এ্যাওয়ার্ড সহ। IIER থেকে ডিপ্লোমা ইন এরাবিক ল্যাঙ্গুয়েজ করেন সাফল্যের সাথে।
কর্মজীবন
আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহ বর্তমান সময়ের একজন আলোচিত ইসলামিক ব্যাক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মাসজিদুল জুমা পল্লবী, মিরপুর ১২, ঢাকা কমপ্লেক্সের সম্মানিত খতীব। একই সাথে EBS নামক বাংলাদেশের চারটি স্বনামধন্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানির রিলিজিয়াস কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দাওয়াতের ময়দানে টিভি, ইউটিউব, ও সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত ও জনপ্রিয় দ্বায়ী।
বইসমূহ
- উম্মতের তালিকায় নাম কাটা যাদের
- জীবনের আয়নায়
- যে গল্প রাসূল (সা.) শুনিয়েছেন
- থামুন! পথ দেখাবে কুরআন
- আমি কি তোমাদের জানিয়ে দেবো না?
- ছোটদের ঈমান সিরিজ (১-৬)
- ইনসাইড ইসলাম
- যে আফসোস রয়েই যাবে