বাংলায় ইসলামী সঙ্গীতাঙ্গনের সবচেয়ে প্রিয় নাশীদ ও শিল্পী আবু উবায়দা’র সকল গজল এবং তার মধ্যে থেকে লুকোনো ফুল আবু উবায়দার গজল অসাধারণ একটি সঙ্গীত এর বাংলা লিরিক্স।
Lyrics, Tune & singer: Abu Ubayda
Sound Design : Shehzaad
Director Assit: Mahmudul Hasan
Supervised by: Abu Hurayra
sponsored by Beg Autos
লুকোনো ফুলের পাপড়িগুলোয়
ধুলো জমে গেছে আজ,
পুরনো ফ্রেমের ছবির ঘরে
ঘুণপোকা করছে রাজ।
আমি হারিয়ে যাওয়ার
কিবা না পাওয়ার
দিনগুণে যাছি রোজ।
হয়তবা কাল,
পুরশু দিনেই
হয়ে যাবো আমিও নিখোঁজ।
জীবনের কলি ফোটা দিনের থেকে,
অবেলায় হারিয়ে যা ফেলেছি আমি,
হিসাবের খাতা জুড়ে বড়ই অমিল,
গুনাহ গুলো ভর প্রভু প্রেমের নেকে।
আমি ভীত সঙ্কোচ
হয়েছি অবুঝ
দিন শেষে তোমাকে খুঁজি
ভুল বেসুমার
করো ছারখার
তওবাই আমার পুঁজি।
রাত্রি শেষে যে ভোর কিরণ ঘটায়
অভিমানি আঁধারেকে ভেঙ্গ-চুরে
আমার ভুলের মূলে আমি দায়ী
রহম করো তাওবায়ে নসুহায়
আমি বড় অসহায়,
প্রভু বড় অসহায়,
বিপদে তোমাকে ডাকি।
তোমাকে না পেলে প্রভু
জীবনে আমার
হয়ে যাবে পুরোটা ফাঁকি।