সুদে প্রাপ্ত টাকা কী করা উচিৎ?
সুদের টাকা নিজে ব্যবহার না করে কোন কোন আত্মীয়-স্বজন বা অন্য কোন ব্যক্তিকে দেয়া দেয়া যাবে কি? আসলে সুদের টাকাগুলো কী করতে হবে দয়া করে জানাবেন।
উত্তর:
সুদী ব্যাংকে টাকা জমা রাখা বা তাদরে সাথে লেনদেন করা বৈধ নয়। কারণ এতে হারাম কাজে সহায়তা করা হয়। আল্লাহ তাআলা কুরআনে হারাম ও সীমালঙ্ঘণের কাজে পরস্পপর সহয়তা করতে নিষেধ করেছেন। (সূরা মায়িদাহ: ২)
তবে কোন ব্যক্তি যদি দ্বীন না বুঝার কারণে সুদী ব্যাংকে টাকা জমা রাখে তাহলে দ্বীনের জ্ঞান আসার সাথে সাথে সেখান থেকে গচ্ছিত অর্থ সুদ সহ উঠিয়ে নিবে। সুদের অর্থটা ব্যাংকের কাছেই রেখে দিবে না। কেননা, সম্ভাবনা আছে, তারা এই অর্থ দ্বারা তাদের সুদী কার্যক্রম আরও সম্প্রসারণ করবে।
বরং সুদে প্রাপ্ত টাকাটা সওয়াবের নিয়ত না করে যে কান জনকল্যাণ মূলক কাজে খরচ করে দিবে বা গরীব-দু:খীদের মাঝে বণ্টণ করে দিবে। সেই সাথে অতীত কর্মের জন্য আল্লাহর নিকট তাওবা করবে। তাহলে আশা করা যায় মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ।
আল্লাহু আলাম