Writing

বামহাতে তাসবিহ গণনা করার বিধান

বামহাতে তাসবিহ গণনা করার বিধান

তাসবিহ কি দু হাতের আঙ্গুলে গুনে গুনে পাঠ করতে পারবো নাকি শুধু ডানহাতের আঙ্গুলে গুনে পাঠ করতে হবে?
ডানহাতে তসবিহ গণনা করা ভালো। কারণ ভালো কাজের জন্য ডানহাত ব্যবহার করা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বক্ষেত্রে ডান পছন্দ করতেন। হাদিসে বর্ণিত হয়েছে,

عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي شَأْنِهِ كُلِّهِ
‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে শুরু করতে ভালবাসতেন।
(সহিহ বুখারি, হা/১৬৯)

তবে প্রয়োজনবোধে বাম হাতেও গণনা করা যাবে। এতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। কারণ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
اعْقِدْنَ بِالْأَنَامِلِ فَإِنَّهُنَّ مَسْئُولَاتٌ مُسْتَنْطَقَاتٌ
“তোমরা আঙ্গুল দ্বারা তাসবিহ গণনা কর। কেননা (কিয়ামত দিবসে) এগুলো জিজ্ঞাসিত হবে এবং এগুলোকে কথা বলানো হবে।”
[মুসনাদে আহমদ ও আবু দাউদ, অধ্যায়: সালাত, অনুচ্ছেদ: কঙ্কর দ্বারা তাসবিহ গণনা করা। তিরমিযি, অধ্যায়: দুআ, অনুচ্ছেদ: তসবিহ পাঠ করার ফযিলত।]

উক্ত হাদিসে কেবল আঙ্গুল দ্বারা গণনা করতে বলা হয়েছে; ডান-বাম কিছু বলা হয় নি। সুতরাং কেউ যদি ডান অথবা বাম অথবা ডান-বাম উভয় হাতের আঙুল দ্বারা তাসবিহ গণনা করে ইনশাআল্লাহ তাতে কোন সমস্যা নেই।
বিষয়টিতে প্রশস্ততা রয়েছে আল হামদুলিল্লাহ। আল্লাহু আলাম।

বাম হাত দিয়ে তাসবিহ গণনা করা।

বামহাত দিয়ে কি তাসবিহ গণনা করায় গুনাহ হবে যদি ডানহাত ব্যস্ত থাকে?

ডানহাতে তসবিহ গণনা করা উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজগুলো ডানহাত দ্বারা করা পছন্দ করতেন। বরং প্রতিটি কর্মই তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন।
তবে ডানহাত ব্যস্ত থাকলে বা কোন কারণে ডানহাতে তসবিহ গণনা করা কষ্টসাধ্য হলে বামহাতে তসবিহ গণনা করায় কোন আপত্তি নেই ইনশাআল্লাহ।

উভয় হাতের আঙ্গুল দিয়ে যদি তাসবিহ গণনা করা?

আমি যদি ডান ও বাম উভয় হাতের আঙ্গুল দিয়ে যদি তাসবিহ গণনা করি তাহলে তাতে কি কোনও সমস্যা আছে?

ডানহাতের আঙুল দ্বারা তাসবিহ গণনা করা উত্তম। তবে কেবল বামহাতের অথবা ডান ও বাম উভয় হাতের আঙুল ব্যবহার করলেও কোন সমস্যা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বক্ষেত্রে ডানকে অগ্রাধিকার দিতেন বেশি।
তাই তাসবিহ গণনার ক্ষেত্রে যথাসম্ভব ডানহাত ব্যবহার করা উত্তম।
আল্লাহু আলাম।

উত্তর প্রদান:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture